Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের তুমল সস্তা সোনা, টানা দুবার ব্যাপক হারে দাম কমল সোনার

আবারও নতুন করে সুখবর গয়না প্রেমী মধ্যবিত্তদের জন্য। পুনরায় আরেকবার দাম কমছে চলেছে সোনালী ধাতুর। সঙ্গে এক ধাক্কায় অনেকটা নামতে চলেছে রুপোর দাম। সপ্তাহের শুরুতেই পরপর দুবার সোনা এবং রুপার…

Avatar

By

আবারও নতুন করে সুখবর গয়না প্রেমী মধ্যবিত্তদের জন্য। পুনরায় আরেকবার দাম কমছে চলেছে সোনালী ধাতুর। সঙ্গে এক ধাক্কায় অনেকটা নামতে চলেছে রুপোর দাম। সপ্তাহের শুরুতেই পরপর দুবার সোনা এবং রুপার দাম একধাক্কায় অনেকটা কমাতে হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। ২০২০ এর আগস্ট মাস থেকে ধরলে ইতিমধ্যেই সোনার দাম ১১,০০০ টাকা কমে গিয়েছে। একটা সময় ছিল যখন সোনার দাম পৌঁছে গিয়েছিল ৫৭,০০০ এর ওপরে। তারপর বর্তমানে সোনার দাম প্রায় ৪৫ হাজার টাকা।

যারা সোনা এবং রুপা কিনতে চান তাদের জন্য মঙ্গলবার সবথেকে ভালো দিন। এমসিএক্সে বর্তমানে সোনার দাম ০.২৪% কমে গিয়ে হয়েছে ৪৪,৭৯৫ টাকা। অন্যদিকে, প্রতি কেজিতে রুপোর দাম বর্তমানে ৬৬,০১৩ টাকা। লাগাতার দুইদিন দাম কমার পরে মঙ্গলবার এতটা পতন হলো সোনা এবং রুপোর দামে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিল্লিতে সোনার বাজারে ২২ ক্যারেট সোনার বর্তমানে দাম রয়েছে প্রতি ১০০ গ্রামে ৪,৩৮,০০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি ১০০ গ্রামে ৪,৪৭,৯৫০ টাকা। সোমবার রুপোর দাম অনেকটা কমে গিয়েছিল কিন্তু মঙ্গলবার তেমন একটা পরিবর্তন দেখা যায়নি রুপোর দাম এর উপরে। গত বছরের তুলনায় সোনা সস্তা হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এটা কিন্তু বিয়ের বাজারের জন্য অত্যন্ত খুশির খবর।তাই যদি এই মুহূর্তে কোন বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে সপরিবারে গিয়ে সস্তায় কোন গোল্ড জুয়েলারি কিনে ফেলতে পারেন।

About Author