খেলাক্রিকেট

Glenn Maxwell: অবশেষে ভারতীয় কন্যার সাথে সাতপাকে বাঁধা পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

Advertisement

অবশেষে ভারতীয় কন্যা ভিনি রামনের সাথে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিবাহের দিন ২৬ মার্চ ধার্য থাকলেও ব্যক্তিগত কারণবশত কয়েকদিন আগেই শুভ কাজ সম্পন্ন করলেন ম্যাক্সওয়েল জুটি। ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রামন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও পৈতৃক নিবাস ভারতের চেন্নাই শহরে। দীর্ঘদিন ধরে এই জুটি সোশ্যাল মিডিয়ার সংবাদ শিরোনামে রয়েছে। অবশেষে অগ্নি সাক্ষী রেখে চার হাত এক হল নবদম্পতির।

আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালের ১৩ই মার্চ গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রামনের বাগদানও হয়েছিল মেলবোর্নেই। ভারতীয় রীতি মেনেই বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল জুটি। নীল শেরওয়ানি পড়েছিলেন ম্যাক্সওয়েল। লেহঙ্গা পরিহিত ছিলেন ভিনি। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দিতে তাঁরা বাধ্য হন। বিয়ের নিমন্ত্রণপত্র তামিল ভাষায় ছাপা হয়েছিল, যা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৭ সাল থেকেই ভিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করে আসছেন। ভিনিই যে ম্যাড ম্যাক্সের প্রেমিকা সেটা নিশ্চিত হয় ২০১৯ সালে। অবশেষে ২০২০ সালে তারা চূড়ান্ত নির্ণয় নিয়ে ফেলেন এবং ওই বছরেই বাগদান সম্পন্ন করেন।

চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে গ্লেন ম্যাক্সওয়েল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন। ইতিপূর্বে আইপিএলের একাধিক মরশুম পাঞ্জাব কিংসের জার্সিতে মাঠে নামলেও একটি বারও সাফল্য তাকে স্পর্শ করেনি। তবে ২০২১ সালে ব্যাঙ্গালোরের জার্সি পরিধান করে বিধ্বংসী হয়ে ওঠেন ম্যাক্সওয়েল। ১৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫১৩ রান। এ বারও তেমনই আগ্রাসী মেজাজে খেলতে চাইছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তবে বিয়ের জন্য তিনি আইপিএল শুরু হওয়ার কিছুটা পরেই দলের সঙ্গে যোগ দেবেন বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button