ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BSNL-এর ৭০ দিনের সস্তা রিচার্জ প্ল্যানে পেয়ে যান আনলিমিটেড কলিং, দাম ২০০ টাকার থেকেও কম

বিএসএনএল তাদের নতুন প্ল্যান নিয়ে এসেছে ভারতের গ্রাহকদের জন্য

Advertisement
Advertisement

দেশের সরকারি টেলিকম সংস্থা bsnl তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বিএসএনএলের গ্রাহকরা এখন এমন কিছু রিচার্জ কেন উপভোগ করতে পারছেন যেগুলো হয়তো অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা এত সস্তায় দেন না। বেসরকারি সংস্থাগুলির দাম বৃদ্ধি হওয়ার সত্বেও, বিএসএনএল তাদের পুরনো রিচার্জ প্ল্যান আগের দামেই এখনো পর্যন্ত অফার করছে। এই কারণে জুলাই মাস থেকে লক্ষ লক্ষ মানুষ বিএসএনএলে তাদের নম্বর পোর্ট করছেন। আপনিও যদি এখন বিএসএনএল সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আমরা আপনাকে কোম্পানির একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান এর ব্যাপারে জানাতে চলেছি। এই প্ল্যান ব্যবহার করলে আপনি অনেক সস্তায় আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারবেন।।

Advertisement
Advertisement

কত টাকায় পাবেন এই প্ল্যান?

জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যান ব্যয়বহুল করার পর থেকেই বিএসএনএল এখন ভারতে খবরে রয়েছে। বিএসএনএল হল একমাত্র কোম্পানি যারা রিচার্জ প্ল্যান এখন সব থেকে সস্তা চলছে ভারতে। এরকম ব্যাপারটা নয় যে, বিএসএনএল শুধুমাত্র সস্তা প্ল্যান নিয়ে আসে, অনেক দীর্ঘ মেয়াদী প্ল্যান রয়েছে এই সার্ভিস প্রোভাইডারের প্রোফাইলে, যার মধ্যে বেশকিছু এমন প্ল্যান রয়েছে যেগুলো কিন্তু অন্যান্য বড় বড় কোম্পানিকে টক্কর দিতে পারে। আমরা আপনাকে bsnl এর একটি শক্তিশালী প্ল্যান সম্পর্কে আজ জানাতে চলেছি, যেখানে আপনারা ৭০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন।

Advertisement

বিএসএনএল কোম্পানির এই নতুন প্ল্যান আপনাকে দেওয়া হবে মাত্র ১৯৭ টাকায়, যেখানে আপনি পেয়ে যাবেন ২০০ দিনের মেয়াদ। এখনো পর্যন্ত ভারতে এমন কোন প্ল্যান নেই, যেখানে ২০০ টাকার কম মূল্যে ৭০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সব মিলিয়ে আপনার কাছে যদি বিএসএনএল কোম্পানির সিম থাকে তাহলে এটা হতে চলেছে আপনার জন্য সবথেকে ভালো রিচার্জ অফার। আপনি যদি অন্য নেটওয়ার্ক থেকে বিএসএনএলে আসেন, তাহলেও কিন্তু আপনি এই প্ল্যান উপভোগ করতে পারবেন।

Advertisement
Advertisement

অন্যান্য সুবিধা কি কি রয়েছে?

আপনি যদি বিএসএনএল নেটওয়ার্কের এই প্ল্যান ব্যবহার করেন তাহলে আপনি আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। ৭০ দিনের জন্য কিন্তু আপনি আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন না। এই সমস্ত ফ্রিবিজ আপনি পেয়ে যাবেন মাত্র ১৮ দিনের জন্য। অর্থাৎ প্রথম ১৮ দিনের জন্য আপনি বিনামূল্যে কল করার সুবিধা পেয়ে যাবেন। সেই সময় আপনি মোট ২জিবি ইন্টারনেট পাবেন। প্রথম ১৮ দিনের জন্য আপনি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে করতে পারবেন। তবে তারপর থেকে কিন্তু আপনাকে কল করার জন্য রিচার্জ করতে হবে আলাদা করে। যদি আপনি শুধুমাত্র আপনার সিম চালু রাখার জন্য, একটা প্ল্যান খুঁজে দেখেন তাহলে এটা হল আপনার জন্য সবথেকে ভালো প্ল্যান। একটা রিচার্জ করলে আপনি ৭০ দিন পর্যন্ত আপনার সিম চালু রাখতে পারবেন।

Related Articles

Back to top button