টেক বার্তা

বাম্পার অফার! Renault-এর এই সমস্ত গাড়ির ওপর পান ৭৫০০০ টাকা পর্যন্ত ছাড়

Renault এর গাড়ির ওপর কোম্পানি দিচ্ছে বাম্পার ছাড়, জানুন বিস্তারে

Advertisement
Advertisement

জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা Renault ভারতে গাড়িতে একের পর এক অফার দিয়ে চলেছে। মে মাসে ছাড় দেওয়ার পরে সংস্থাটি এখন জুনেও তার গাড়িগুলিতে বিশাল ছাড় ঘোষণা করেছে। জুনে Renault তার গাড়িগুলিতে 75,000 টাকা পর্যন্ত অফার দিচ্ছে। Kwif , Triber এবং Duster এই তিনটি মডেলের গাড়িতে এই অফার প্রযোজ্য হচ্ছে। এবার নতুন Kiger SIVO কেও অফারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন জেনে নিন Renault কোন গাড়িতে কত ছাড় দিচ্ছে।

Advertisement
Advertisement

Renault এই বছরের ফেব্রুয়ারিতে কমপ্যাক্ট SUV বিভাগে Kiger লঞ্চ করেছিল। সেই সময়ে Kiger মডেলটি সর্বাধিক বিক্রিত হয়েছিল কোম্পানির তরফে। সংস্থাটি চালু হওয়ার পর থেকে কোনও ছাড় না দিলেও এখন কর্পোরেট গ্রাহকদের জন্য Kiger SUV তে 10,000 টাকার ছাড় দিচ্ছে। এর পাশাপাশি গ্রামীণ বাজারের গ্রাহকদের জন্য পাঁচ হাজার টাকার ছাড়ও দেওয়া হচ্ছে।

Advertisement

এ ছাড়া পুরানো Renault গাড়ি বিনিময় করে নতুন Kiger কেনার ক্ষেত্রে পাঁচ বছরের বা এক লাখ কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হবে। Renault Duster য়েই সর্বাধিক 75,000 টাকার ছাড় মিলতে পারে।Duster RXS এবং RXZ ভেরিয়েন্টে 15,000 টাকার নগদ সুবিধা এবং 15,000 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement

সংস্থাটি Renault Triber য়ের পুরানো মডেলগুলি কেনার ক্ষেত্রে আরও ছাড় দিচ্ছে। এর 2021 মডেলটিতে 45,000এবং 2020 মডেলটিতে 55,000 টাকার অফার দেওয়া হচ্ছে। সংস্থাটি Triber য়ের পুরানো মডেলগুলিতে 25,000 টাকার নগদ ছাড় এবং নতুন মডেলগুলিতে 15,000 টাকার নগদ ছাড় দিচ্ছে। এই অফারের পাশাপাশি গ্রাহকরা 20,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস এবং 15,000 টাকার আনুগত্য বোনাস পাবেন।

Renault কোম্পানি তার সবচেয়ে ছোট গাড়ি Kwid য়ে 52,000 টাকার বিশাল ছাড় দিচ্ছে। Kwid র 2020 মডেলগুলিতে 20,000 টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে, 2021 মডেলে 10,000 টাকা নগদ ছাড়ের সুবিধা পাবেন। নতুন মডেলটি অনলাইনে বুকিংয়ের জন্য আরও দুই হাজার টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়াও Kwid য়ে 20,000 টাকার এক্সচেঞ্জ সুবিধা এবং 10,000 টাকার আনুগত্য বোনাসের সুবিধা পাবে। সমস্ত অফার 30 জুন 2021 পর্যন্ত প্রযোজ্য।

Advertisement

Related Articles

Back to top button