Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যাত্রীদের জন্য সুখবর! রাজ্যে চালু হল চারটি দুরপাল্লা রুটের সরকারি বাস

কলকাতা: রাজ্যে চারটি দূরপাল্লা রুটে সরকারি বাস (Govt Bus) পরিষেবা চালু। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হচ্ছে। এটি রাজ্যবাসীর জন্য সুখবর বলাই চলে। আজ, শনিবার (Saturday) থেকে রাজ্যে চারটি দূরপাল্লা…

Avatar

কলকাতা: রাজ্যে চারটি দূরপাল্লা রুটে সরকারি বাস (Govt Bus) পরিষেবা চালু। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হচ্ছে। এটি রাজ্যবাসীর জন্য সুখবর বলাই চলে। আজ, শনিবার (Saturday) থেকে রাজ্যে চারটি দূরপাল্লা রুটে সরকারি বাস পরিষেবা শুরু হল। আরও একটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে সেই রুটে সরকারি বাস ছাড়াও বেসরকারি সংস্থার বাস (Private Bus) চলবে।

বর্তমানে সাধারণ মানুষ কোভিডের চোখ রাঙানো এড়িয়ে বাইরে বেরোতে শুরু করেছেন। ঘরবন্দি দশা কাটিয়ে ঘুরতে যাচ্ছেন এদিক-ওদিক। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেনগুলিকে কোভিড স্পেশ্যালের তকমা দিয়ে চালানো হচ্ছে। ফলে ভাড়াও বেড়েছে অনেকটা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পরিস্থিতি পর্যটক কিংবা নিয়মিত যাত্রীদের ভরসা সরকারি বাস। সে কথা মাথায় রেখেই এ দিন হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া, তারাপীঠগামী বাস পরিষেবার উদ্বোধন হল। এছাড়া, বুরুল-সাঁতরাগাছি রুটে বাস চলাচল শুরু হয়েছে। যদিও এই বাসরুটটিতে বেসরকারি সংস্থার বাস চলবে।

প্রসঙ্গত,প্রতিদিনই এই রুটে বাসগুলি চলাচল করবে। হাবড়া থেকে বিষ্ণুপুরগামী বাসটি ছাড়বে ভোর ৪ টে ৫০ মিনিটে। তারাপীঠগামী বাসটি ছাড়বে ভোর সাড়ে চারটে। পুরুলিয়া এবং হলদিয়াগামী বাসগুলি ছাড়বে যথাক্রমে সকাল ৫টা ২৫ মিনিট এবং সকাল ৬টা ১০ মিনিটে। বাসগুলির ভাড়াও একেবারে সাধ্যের মধ্যে। বিষ্ণুপুরগামী বাসের ভাড়া রাখা হয়েছে ১৪১ টাকা। তারাপীঠগামী বাসের ভাড়া ১৯২ টাকা, পুরুলিয়াগামী বাসের ভাড়া ২৩৪ টাকা এবং হলদিয়াগামী বাসের ১২৫ টাকা ভাড়া রাখা হয়েছে।

About Author