ক্রিকেটখেলা

খেলা চলাকালীন মাঠে নেমে কোহলির সাথে ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার চার যুবক

Advertisement
Advertisement

নিরাপত্তা নিয়ে মাঠে প্রবেশের দায়ে গ্রেপ্তার হলেন চার যুবক। জানা গেছে, তার মধ্যে দুজনের বয়স
১৮-র চেয়ে কম। নিয়ম উলঙ্ঘন করার জন্য কাবন পার্ক থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এর মধ্যে একজন কালবুর্গির, বাকিরা বেঙ্গালুরুর। অভিযোগ পাওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement

ঘটনাটি ঘটেছে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে। এমনিতে ব্যাঙ্গালোরের হয় আইপিএল খেলা থাকেন বিরাট কোহলি। তাই স্বাভাবিক ভাবেই একজন ভারতীয় ক্রিকেটারের চেয়ে ব্যাঙ্গালোরে অধিক জনপ্রিয় বিরাট কোহলি। তাই জনপ্রিয় এই ক্রিকেটারের সাথে সেলফি তোলার স্বাদ গ্রহণ করতে চান যেকোনো ক্রিকেট ভক্ত। হাতের মধ্যে বিরাট কোহলিকে পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাইনি ব্যাঙ্গালোরের ওই চার যুবক।

Advertisement

সোজা মাঠের মধ্যে ঢুকে পড়ে বিরাট কোহলির কাছে গিয়ে সেলফি তোলার অনুরোধ করেন ওই যুবকরা। সাথে সাথে বিরাট কোহলিও রাজি হয়ে যান। কোহলির সাথে সেলফি তোলার স্বপ্ন সার্থক হলেও ক্রিকেট মাঠের নিয়ম লঙ্ঘন করায় ব্যাঙ্গালোরের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই যুবদল। এমনিতে কোভিড পরিস্থিতির জন্য ক্রিকেটারদের একাধিকবার করোনা টেস্ট সহ নানা বাধানিষেধের মধ্য দিয়ে অতিক্রম করতে হচ্ছে। সেখানে নিরাপত্তায় এমন ঘাটতি দেখে একাধিক প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। কিভাবে নিরাপত্তা ভেঙ্গে ওই যুবক দল মাঠে প্রবেশ করল সে বিষয়ে খতিয়ে দেখতে চলেছে বিসিসিআই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button