দেশনিউজ

ভারতীয় সেনার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ পাঁচ রাফাল

Advertisement
Advertisement

আম্বালা: ভারতীয় সেনার মুকুটে যোগ হল পাঁচ রাফাল যুদ্ধবিমানের নয়া প্রযুক্তি। আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আম্বালার এয়ারবেসে প্রথম ধাপে আসা পাঁচটি রাফাল জায়গা পেল। সকাল দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে স্থায়ী জায়গা দেওয়া হল আম্বালা এয়ারবেসে। লাদাখে ভারত-চীন সীমান্তে উত্তেজনা তুঙ্গে হওয়ার মাঝে ভারতীয় সেনার অন্দরে রাফালের আত্মপ্রকাশ, বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement
Advertisement

জুলাই মাসের ২৭ তারিখ ভারতে পা রাখে রাফাল। অনেক আগে থেকেই স্থির ছিল তাকে ১৭ নং স্কোয়াড্রনের অংশ করা হবে। অর্থাৎ ‘গোল্ডেন অ্যারো’-র অংশ হবে রাফাল। রাফালকে ঘিরে রাখতে এয়ারফোর্স মিডিয়াম রেঞ্জ মডিউলার এয়ার টু গ্রাউন্ট উইপন সিস্টেম তৈরি করেছে।ফ্রান্সের বিমানবাহিনী ও নৌসেনার নকশায় তৈরি হওয়া এই হ্যামার( হাই অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) -ও আজ আত্মপ্রকাশ করবে।

Advertisement

আজ, বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত-ফ্রান্স দুই দেশের এক ঝাঁক অতিথি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া, ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি। সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনায় রাফলের আত্মপ্রকাশ ভারত-চীন সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা স্বস্তি এনে দিল বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button