ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : একটি সম্পর্কে তার নারীসঙ্গীর থেকে একজন পুরুষসঙ্গী কি চান? এই নিয়ে নানা মতভেদ আছে! একটি সম্পর্কে, শারীরিক সম্পর্কের চেয়েও বেশি কিছু প্রত্যাশা করে একজন পুরুষ। জেনে নিন এমনই কিছু চাওয়া!
সমর্থনপূর্ণ শ্রদ্ধাঃ প্রতিটা পুরুষই চায় তার সঙ্গীর কাছ থেকে শ্রদ্ধা পেতে। তার আবেগ, সময়, চেষ্টা এমনকি তার কাজকেও আপনার শ্রদ্ধা করা উচিত। কারণ পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই সম্পর্কের উন্নতি সম্ভব। আর তার সমস্ত সঠিক কাজে আপনার সমর্থন সে চায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআত্মসম্মানে আঘাত না করাঃ আপনার পুরুষ সঙ্গীর আত্মসম্মানের দিকে খেয়াল রাখুন, কোনোভাবেই সেখানে আঘাত করবেন না। সেটা কিন্তু সম্পর্কের জন্যে খুবই খারাপ হবে।
তার সমস্ত কথা শুনুন, আবেগঘন সম্পর্ক গড়ে তুলুনঃ আপনার পুরুষসঙ্গীর সঙ্গে নিয়মিত কথা বলুন, তাঁর সমস্যাগুলো জানুন। তার কথা গুলো মন দিয়ে শুনুন, তার সমস্যা গুলো সমাধানের পথ বলে দিন। এতে করে আপনাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে।
সম্পর্কের নিরাপত্তা দিনঃ শুনতে কিছুটা চমকপ্রদ মনে হলেও সত্যি যে প্রত্যেক পুরুষ তার সম্পর্কে নিরাপত্তা চায়। নারীদের মতো একজন পুরুষও তার সম্পর্কে নিরাপত্তা চায়। তাই তাকে সেই বিশ্বাসটা দিন, যে আপনি তাকে কখনো ছেড়ে যাবেন না।