বাংলায় ২ বিশেষ পর্যবেক্ষক, সংবেদনশীল কেন্দ্রে অতিরক্ত বাহিনী, জানিয়ে দিল নির্বাচন কমিশন
বাংলা সহ ৩ রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন। তবে তার আগে জানিয়ে দিল বাংলায় ২ বিশেষ পর্যবেক্ষক, সংবেদনশীল কেন্দ্রে অতিরক্ত বাহিনী, জানিয়ে দিল নির্বাচন কমিশন
বাংলা সহ ৩ রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন। শুক্রবার তথা আজ দিল্লিতে এই নিয়ে বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। করোনা পরিস্থিতিতে কিভাবে ভোত করানো হবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। তার পরে বিজ্ঞান ভবনে ৫ নম্বর ঘরে সাংবাদিক বৈঠকে ভোটের দিন ক্ষণ প্রকাশ করতে হাজির হন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
এইবধর বাংলায় ২৯৮, অসমে ১২৬, কেরলে ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং কেরনে ৩০ টি আসনে ভোট হবে। করোনা পরিস্থিতিতে এই বিপুল সংখ্যাক সিটে ভোত করাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে তারা মডেল হিসেবে রাখতে চায় বিহার নির্বাচনকে। এইদিন ভোটের দিন ক্ষণ প্রকাশিত হওয়ার সাথে সাথেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। সেই বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রচার এবং ভাষণের দিকে কড়া নজর দেবে নির্বাচন কমিশন।
এইদিন নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার সুনীল আরোরা জানান,”আগের বছর করোনার প্রকোপে যে অতিমারি দেখা গিয়েছিল, তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হবে। করোনা আবহে বিহার ভোত করানো অনেকটাই কঠিন ছিল। তা হলেও ২০২০ সালে বিহারে ৫৭.৩৮% মানুষ ভোট দেন। ৫৯.৬৯% মানুষ আসেন ভোট দিতে। করোনা কালে নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। ১২৬ আসনে নির্বাচন অসমে, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে নির্বাচন। কেরলে ১৪০ আসনে ভোট, তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন।সবমিলিয়ে ৮২৪ আসনে নির্বাচন। মোট ২ লক্ষ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে। বাংলায় বৃদ্ধি করা হবে ৩১% ভোট কেন্দ্র। এই বছর বাংলায় ১ লাখ ১ হাজার ৯১৬ টি ভোত কেন্দ্র থাকবে। ”
করোনা বিধির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এইদিন নির্বাচন কমিশনার জানান,”বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে পথসভা করতে হবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে।” এইদিন তিনি আরও বলেন,”বাংলায় ২ জন বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে।”
আরও জানা গিয়েছে, বাংলায় আইএএস অজয় নায়েক মুখ্য নির্বাচন পর্যবেক্ষক। অজয় নায়েক বিহার ভোটেরও দায়িত্বে ছিলেন। অনলাইনে মনোনয়ন দিতে পারবেন প্রার্থীরা।