Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চলতি বছরে আর্থিক বৃদ্ধিতে চিনকে ছাপিয়ে যাবে ভারত, আশার বাণী শোনাল আইএমএফ

নয়াদিল্লি: চলতি বছরে আর্থিক বৃদ্ধিতে চিনকেও (China) ছাপিয়ে যাবে ভারত (India), জানালো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড (IMF)। এই সংস্থার পক্ষ থেকে এর আগে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে…

Avatar

নয়াদিল্লি: চলতি বছরে আর্থিক বৃদ্ধিতে চিনকেও (China) ছাপিয়ে যাবে ভারত (India), জানালো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড (IMF)। এই সংস্থার পক্ষ থেকে এর আগে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেই সংস্থার মতেই আবার এই বছরে ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধি পিছনে ফেলে দেবে প্রতিবেশী দেশ চিনকেও।

ভারত সহ গোটা বিশ্বের আর্থিক কর্মকাণ্ড করোনার প্রকোপে গত বছর থমকে গিয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে। তাতেই আশার আলো তৈরি হয়েছে। চলতি বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭.৩%, মনে করছে রাষ্ট্রসঙ্ঘ। সংস্থার আর্থিক ও সামাজিক শাখা ‘ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল এফেয়ার্স’-এর রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অপরদিকে, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী ২০২০-২১-এ ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ১১.৫ শতাংশ। আর চিনের মতো দেশে এই বৃদ্ধির হার থমকে যাবে ৮.১ শতাংশে। তারপরই থাকবে স্পেন (৫.৯ শতাংশ) এবং ফ্রান্স (৫.৫ শতাংশ)।

About Author