নিউজরাজ্য

কবে থেকে শুরু হচ্ছে ইন্টারসিটি স্পেশাল এক্সপ্রেস, তালিকা প্রকাশ করল পূর্ব রেল

হাওড়া-আজিমগঞ্জ, হাওড়া-মালদা, হাওড়া-রামপুরহাট এর মত ট্রেন চালু করছে পূর্ব রেলওয়ে।

Advertisement
Advertisement

এবারে বাংলায় চালু হতে চলেছে ইন্টারসিটি এক্সপ্রেস। পূর্ব রেলওয়ে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শীঘ্রই হাওড়া আজিমগঞ্জ, হাওড়া মালদহ এবং হাওড়া রামপুরহাট এর মতো একাধিক ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেলওয়ে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে, ফলে পূর্ব রেলওয়ে ইন্টারসিটি এক্সপ্রেস চালাতে পারছে। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। এছাড়াও, একাধিক দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই চালু করে দিয়েছে পূর্ব রেলওয়ে। তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সবুজ সঙ্কেত না আসার কারণে লোকাল ট্রেন এবং ইন্টারসিটি প্যাসেঞ্জার চালানো সম্ভব হচ্ছে না। তবে ইন্টারসিটি এক্সপ্রেস চালু করা হলে বহু দূর পাল্লার যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে পূর্ব রেলওয়ে।

Advertisement
Advertisement

গত ১৫ মে থেকেই করোনা ভাইরাসের লকডাউন এর কারণে সারা বাংলায় কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সেই লকডাউন এর সময় থেকে লোকাল ট্রেন এবং ইন্টারসিটি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত লোকাল ট্রেন এবং ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেন চালু করার অনুমতি দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ৩০ শে জুন পর্যন্ত এই পরিষেবা কোন ভাবেই চালু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কয়েকটি দূরপাল্লার ট্রেন চালু করেছে পূর্ব রেলওয়ে। আসুন দেখে নেওয়া যাক তালিকা।

Advertisement

১) ০৩১৪১ শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার স্পেশাল (১৬ জুন থেকে রোজ চলছে)

Advertisement
Advertisement

২) ০৩১৪২ নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা স্পেশাল (১৭ জুন থেকে চলবে)

৩) ০২০১৯ হাওড়া টু রাঁচি শতাব্দী স্পেশাল (রবিবার বাদে ১৭ জুন থেকে রোজ চলবে)

৪) ০২০২০ রাচি টু হাওড়া শতাব্দী স্পেশাল (১৭ জুন থেকে রোজ চলবে রবিবার বাদে)

৫) ০৩১৬৩ শিয়ালদা টু সহরসা স্পেশাল (মঙ্গল ও বৃহস্পতি বাদে ১৬ জুন থেকে চলবে)

৬) ০৩১৬৪ সহর্সা টু শিয়ালদা স্পেশাল (মঙ্গল এবং বৃহস্পতিবার বাদে ১৭ জুন থেকে চলবে)

৭) ০২৩৪৩ শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি স্পেশাল (১৮ জুন থেকে রোজ )

৮) ০২৩৪৪ নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা স্পেশাল (১৯ জুন থেকে রোজ)

৯) ০৩১৬৯ শিয়ালদা টু সহরসা স্পেশাল (ভায়া পূর্ণিয়া) (মঙ্গল ও বৃহস্পতি বাদে ১৭ জুন থেকে চলবে)

১০) ০৩১৭০ সহরশা টু শিয়ালদা স্পেশাল (ভায়া পূর্ণিয়া) (বুধ ও শুক্র বাদে ১৭ জুন থেকে)

১১) ০২২৬১ কলকাতা টু হলদিবাড়ি স্পেশাল (মঙ্গল, বৃহস্পতি ও শনি বার ১৯ জুন থেকে)

১২) ০২২৬২ হলদিবাড়ি টু কলকাতা স্পেশাল (বুধ, শুক্র ও রবি ২০ জুন থেকে)।

১৩) ০৩১৬১ কলকাতা টু বালুরঘাট স্পেশাল (রবি বাদে ২০ জুন থেকে রোজ)

১৪) ০৩১৬২ বালুরঘাট টু কলকাতা স্পেশাল (রবি বাদে ২১ জুন থেকে)

১৫) ০৩১৪৫ কলকাতা-রাধিকাপুর স্পেশাল (রোজ – ১৬ জুন থেকে চলছে)

১৬) ০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা স্পেশাল (রোজ – ১৭ জুন থেকে শুরু)

১৭) ০৩০৬৩ হাওড়া-বালুরঘাট স্পেশাল (শনিবার এবং রবিবার ছাড়া – ১৬ জুন থেকে চলছে)

১৮) ০৩০৬৪ বালুরঘাট-হাওড়া স্পেশাল (শনিবার এবং রবিবার ছাড়া) – ১৬ জুন থেকে চলছে)

১৯) ০৩১১৩ কলকাতা-লালগোলা স্পেশাল (রোজ – ১৬ জুন থেকে চলছে।)

২০) ০৩১১৪ লালগোলা-কলকাতা স্পেশাল (রোজ – ১৬ জুন থেকে চলছে)

২১) ০৩০৩৩ হাওড়া-কাটিহার স্পেশাল (রোজ – ১৮ জুন থেকে চলবে)

২২) ০৩০৩৪ কাটিহার-হাওড়া স্পেশাল (রোজ – ১৯ জুন থেকে চলবে)

২৩) ০৩১৮১ কলকাতা-শিলঘাট (সোমবার – ২১ জুন থেকে চলবে)

২৪) ০৩১৮২ শিলঘাট-কলকাতা (মঙ্গলবার – ২২ জুন থেকে চলবে)

Advertisement

Related Articles

Back to top button