Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শেষ মিনিটের গোলে জিতে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

Updated :  Sunday, December 15, 2019 6:42 AM

স্প্যানিশ জোড়া ফলা মার্কোস এসপদা ও মার্তি ক্রিসপির গোলে ট্রাউ এফসি কে ২-১ ব্যবধানে পরাজিত করে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে আলেজান্দ্রো মেনেন্ডেজের লাল-হলুদ শিবির। এই জয়ের ফলে ডার্বির আগে অনেকটা স্বস্তিতে থাকবে লাল-হলুদ শিবির।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ইস্টবেঙ্গলকে। ৮ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে যেতে পারতো লাল-হলুদ শিবির। সামাদ আলি মল্লিকের দুরন্ত শর্ট সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৮ মিনিটে সামাদের একটি দুর্দান্ত শর্টে হেড করে লাল-হলুদ কে এক গোলে এগিয়ে দেন মার্কোস এসপদা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল রক্ষণভাগের চূড়ান্ত ভুলবোঝাবুঝিতে ট্রাউ এফসির দীপক দেবরানি গোল করে ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুন : আর্মি অফিসারদের নিয়ে তৈরি হচ্ছে স্পেশাল সিরিজ, প্রযোজনায় মহেন্দ্র সিং ধোনি

দ্বিতীয়ার্ধে মাঝেমাঝেই খেলা থেকে যেন হারিয়ে যাচ্ছিলো ইস্টবেঙ্গল। আক্রমণ বিভাগে হাইমে স্যান্টোস কোলাডোর অনুপস্থিতি ম্যাচে বারবার প্রকট হয়ে উঠছিলো। ৮৯ মিনিটের মাথায় লাল-হলুদ সমর্থকদের দুশ্চিন্তা কাটিয়ে ডিফেন্ডার মার্তি ক্রিসপি জয়সূচক গোলটি করেন।