দেশনিউজ

তাজিকিস্তানের পর এবার লে-লাদাখে ভুনিকম্প, আতঙ্কিত গোটা দেশ

Advertisement
Advertisement

লাদাখ: প্রকৃতির ক্ষোভে শিকার এবার লাদাখ (Ladakh)। তাজিকিস্তানের (Tajikistan) পর ভূমিকম্পে (Earth Quake) কেঁপে উঠল লাদাখের মাটি। ১৩ই ফেব্রুয়ারি (February) মৃদু ভূমিকম্পন অনুভব করা যায় জম্মু-কাশ্মীরেও (Jammu-Kashmir)।

Advertisement
Advertisement

মঙ্গলবার রাতে ৩৪ সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্প লাদাখে। তাজিকিস্তানে কম্পন হয় মোটামুটি ৩০-৪০ সেকেন্ড ধরে। ন্যাশনাল সেন্টার ফর সেমিওলজি নিশ্চিত করে বলে, রিখটার স্কেলে লাদাখের কম্পনের তীব্রতা ছিল ৩.৫ এবং কম্পনের গভীরতা ছিল ৫ কিমি। লে লাদাখের ৩২ কিলোমিটার উত্তর পূর্ব থেকেই সৃষ্টি হয়েছে এই কম্পন।

Advertisement

ভূমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতি হয়নি, হারায়নি কোন প্রাণও। কিন্তু কম্পনের ফলে স্বাভাবিকভাবেই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক বর্তমানে পূর্বের মত স্থিতিশীল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button