দেশনিউজ

আবারো সিকিমে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পশ্চিমবঙ্গের একাংশে

রবিবার রাত্রে গ্যাংটকের কিছুটা দূরে ভূমিকম্প হয়েছে বলে খবর

Advertisement
Advertisement

সিকিমে অনুভূত হলে আবারো একটি ভূমিকম্প। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিকিমের রাজধানী গ্যাংটক এর কাছাকাছি জায়গায়। রিকটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০। উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু জায়গায় এই ভূকম্পনের অনুভব পাওয়া গিয়েছে বলে খবর।

Advertisement
Advertisement

রবিবার রাত্রের দিকে ভূমিকম্প করেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গ্যাংটক থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাজধানী থেকে এতটা সামনে ভূমিকম্পের উপকেন্দ্র হওয়ায় স্বভাবতই চাপে সিকিমবাসী। জানা যাচ্ছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস স্থল। ফলে সিকিমে এই ভূমিকম্পের প্রভাব বেশ ভালোই পড়েছে।

Advertisement

রাত্রি ৮ টা বেজে ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয় সিকিম এবং সংলগ্ন এলাকায়। এই ভূকম্পনের কিছুটা প্রভাব উত্তরবঙ্গের দিকে পড়েছে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একেবারে উত্তরের কয়েকটি জেলায় এই ভূমিকম্প পরিলক্ষিত করা গেছে। সিকিম এবং দার্জিলিং পাহাড়ের একাংশে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও তেমন ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button