টলিউডবিনোদন

অঞ্জলি দিতে এসেও বিপত্তি, সৃজিত সহ নুসরতের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

Advertisement
Advertisement

সুরুচি সংঘের পুজো মণ্ডপে অঞ্জলি দিতে গিয়েছিলেন নুসরত, নিখিল, সৃজিত এবং মিথিলা। সেখানেই ঘটে বিপত্তি। নো এন্ট্রি জোন লঙ্ঘন করেই অঞ্জলি দিতে যান তৃণমূল সাংসদ নুসরত-স্রিজিত-মিথিলা। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নো এন্ট্রি জোনে অঞ্জলি দেওয়ার মাশুল গুনতে হচ্ছে সাংসদ ও পরিচালককে। করোনা পরিস্থিতিতে এই বছর নামে মাত্র পুজো হয়েছে। স্থানীয় মানুষ ছাড়া পুজো মণ্ডপে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এরফলে হাইকোর্টের নির্দেশ অনুজায় সমস্ত পুজোর মণ্ডপে ‘নো এন্ট্রি জোন’ করার নির্দেশ দেওয়া হয়।

Advertisement
Advertisement

Advertisement

বলা হয়েছিল, মণ্ডপের সদস্য এবং স্থানীয় মানুষ ছাড়া আর কেউ মণ্ডপে ঢুকতে পারবে না। কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করেই স্বামীর সঙ্গে মন্ডপে নো-এন্ট্রি জোনে প্রবেশ করেন নুসরত জাহান ও সৃজিত-মিথিলা। প্রসঙ্গত, এই নব দম্পতি সৃজিত – মিথিলাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে লাল পাঞ্জাবী ও নীল শাড়ি উপহার দেন।

Advertisement
Advertisement

সম্ভবত লক্ষ্মীপুজোর পরই শুনানি হবে। এদিকে নুসরতের টিম জানিয়েছেন যে নুসরত হলেন সুরুচি সংঘের সদস্য এবং সৃজিতও তাই। কিন্তু প্রশ্ন হল নুসরতের স্বামী নিখিল জৈন ও মিথিলাকে নিয়ে। খুব শীঘ্র অর্থাৎ লক্ষ্মীপুজোর পর জানা যাবে গোটা বিষয়টি।

Advertisement

Related Articles

Back to top button