কলকাতার বড় বড় প্যান্ডেল পুজোগুলির মধ্যে অন্যতম হল সুরুচি সঙ্ঘের পুজো। শুধুমাত্র প্যান্ডেল ও আলোকসজ্জা না থিম সং এ থাকে থাকে নতুন চমক। গত ৫ বছর ধরে এই সঙ্ঘের থিম সং লিখে আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ও সুরুচি সঙ্ঘ একেবারে নতুন উপহার দিলো দর্শনার্থীদের।
এবছর, ২০১৯ সালে সুরুচি সঙ্ঘ ৬৬ বছরে পা দিলো। এবারে সুরুচি সঙ্ঘের থিম হল ‘উৎসব’। উৎসব হল পরম্পরার, মেলবন্ধনের, উৎসব হল আনন্দ যাপনের। গরীবের কুটির থেকে ধনীর অট্টালিকা পর্যন্ত উৎসবের অবাধ যাতায়াত। সুরুচি সঙ্ঘের আঙ্গন এবারে উৎসবের চারণভূমি। প্রাচীন কালে গ্রামের যেভাবে দুর্গা উৎসব পালন হতো, সেখানে জাতি ধর্ম, ভাষা নির্বিশেষে সবাই অংশগ্রহন করত, সেই ভাবনাকে এবারে তুলে ধরেছে সুরুচি সঙ্ঘ।
প্রাচীন জরাজীর্ণ বনেদি বাড়ি, সুসজ্জিত কুঁড়েঘর, আর অট্টালিকার সমারোহে হয়েছে পুরো মণ্ডপ সজ্জা। ঐতিহ্যের ছাপ আছে প্রতিটি অংশে। এবারে সুরুচি সঙ্ঘের মাতৃমূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছাপ। আগে ফ্রেমে দুর্গা প্রতিমার যে ছবি বাঁধিয়ে রাখা হতো তার আদলে তৈরী হয়েছে মাতৃমূর্তি। এবারে পুজোর সবথেকে বড় আকর্ষণ রয়েছে মণ্ডপের আলোকসজ্জায়। আলোর খেলায় মেঘের ভেলা ভেসে বেড়াবে সুরুচির মণ্ডপ জুড়ে।