কলকাতানিউজ

রাজপথে ফের বাঙালির নস্টালজিয়া দোতলা বাস, আগামিকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

×
Advertisement

কলকাতা: দোতলা বাস বাঙালির কাছে একটা নস্টালজিক ব্যাপার। এমনকি বহু সিনেমায়, বহু কবিতায় এই দোতলা বাসের ব্যবহার দেখা গিয়েছে। একটা সময়ে সিনেমায় রোমান্টিক দৃশ্য ফুটিয়ে তোলার জন্য নায়িকার দোতলা বাসে উঠে যাওয়ার চিত্র বহুবার চিত্রায়িত করতে দেখা গিয়েছে একাধিক পরিচালককে। কিন্তু পরবর্তী সময়ে দোতলা বাসের চাহিদা ক্রমশ কমতে থাকে। এমনকি একটা সময়ের পর দোতলা বাস কার্যত বন্ধই হয়ে যায়। কিন্তু বাঙালির আবেগ সেই ভালবাসা, সেই নস্টালজিয়াকে পুনরায় ফিরিয়ে আনতে আগামিকাল, মঙ্গলবার নতুনভাবে, নতুন রূপে দোতলা বাসের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements
Advertisement

তবে এই দোতলা বাস টুকটুকে লাল রঙের নয়। এর রং হবে নীল-সাদা। আধুনিক প্রযুক্তি থাকবে এই বাসে। আগের থেকে অনেক চওড়া হবে এই বাসের সিঁড়ি। থাকবে সিসি ক্যামেরা, প্যানিক বোতাম এবং আরও অন্যান্য অনেক কিছু। দোতলার ওপরে ছাদ খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। যদিও গরম এবং বর্ষাকালে অস্থায়ী ছাউনি দেওয়া যায় কিনা, সেই ভাবনাও ভাবছে রাজ্যের পরিবহন দফতর।

Advertisements

জানা গিয়েছে, রাজ্য সরকারের এই বাস নতুনভাবে আনার লক্ষ্য যাত্রী পরিবহনের থেকেও পর্যটনের প্রসার ঘটানো। তবে আপাতত ৯০ লক্ষ টাকা খরচ করে ৪৫ আসনের দুটি দোতলা বাস রাস্তায় নামানো হবে। পরবর্তী সময়ে বেশি সংখ্যক বাস যাতে রাস্তায় নামানো যায়, তার জন্য প্রয়োজনীয় অনুমতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেয়ে যাবে রাজ্য, এমনটাই আশাবাদী রাজ্যের পরিবহন দফতর। এই বাস কলকাতার রাজপথে পুনরায় চলতে শুরু করলে বাঙালির পুরনো সেন্টিমেন্ট, পুরনো রোমান্টিসিজম এবং পুরনো নস্টালজিয়া ফিরে আসবে, এমনটাই মনে করছে সকলে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button