Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলা সিরিয়ালের পাশাপাশি বলিউডে অভিনয় করতে চলেছেন রানীমা, অভিনয় করবেন অভিষেক বচ্চনের সঙ্গে

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’র দৌলতে বাংলার ঘরে ঘরে ঝড় তুলেছেন। রানী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে।  এবার দিতিপ্রিয়া অভিনয়…

Avatar

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’র দৌলতে বাংলার ঘরে ঘরে ঝড় তুলেছেন। রানী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে।  এবার দিতিপ্রিয়া অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বিপরীতে।  অভিষেক বচ্চন অভিনীত ফিল্ম ‘বব বিশ্বাস’-এ বব বিশ্বাসের মেয়ের বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।  দিতিপ্রিয়া জানিয়েছেন, এই ফিল্মে তাঁর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘বব বিশ্বাস’ ফিল্মটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষ(sujay Ghosh)-এর মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগেই নিজের লম্বা চুল কেটে ফেলে দিতিপ্রিয়া নিজেকে দিয়েছেন টমবয় লুক। শুটিংয়ের বাইরে সাধারণত জিনস-টপে স্বচ্ছন্দ দিতিপ্রিয়া। তবে রানী রাসমণির সেটে দিতিপ্রিয়ার আচরণ নিয়ে কলাকুশলীদের অভিযোগ রয়েছে।  গত বছর দিতিপ্রিয়া বেসুরো গলায় ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন।  দিতিপ্রিয়াকে এই কারণে মারাত্মক ট্রোল করেছিলেন নেটিজেনরা।  সেই সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) দাঁড়িয়েছিলেন দিতিপ্রিয়ার সমর্থনে।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন।  এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে।

About Author