Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে দুর্গোৎসব বন্ধর আর্জি জানালেন দিলীপ ঘোষ

করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব বন্ধ আর্জি জানালেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পুজো বন্ধ নিয়ে দিলীপবাবু বলেন, ''পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আবেদন করব দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোৎসবটা এবার…

Avatar

করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব বন্ধ আর্জি জানালেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পুজো বন্ধ নিয়ে দিলীপবাবু বলেন, ”পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আবেদন করব দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোৎসবটা এবার বন্ধ করুন। দুর্গাপুজো করুন। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করুন। প্রার্থনা করুন মায়ের আশীর্বাদে যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি পাই।

মায়ের আশীর্বাদে তা সম্ভব।” কিছুদিন আগেই করোনা বিধি নিয়ে দুর্গাপুজো হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানা নিয়ম নিয়ে পুলিস সুপার, পুলিশ কমিশনারদের বিশেষ  নির্দেশ দেওয়া হয়। জানানো হয় প্রত্যেক থানার ওসি বা আইসিরা ওই নির্দিষ্ট এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন। এমনভাবে প্যান্ডেল করুন যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘেরা মণ্ডপে ছাদ খোলা রাখুন। দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান। সাংস্কৃতিক অনুষ্ঠান এবার পারলে বন্ধ রাখুন।

এতে করোনা সংক্রমণ বাড়তে পারে”। অবশ্য এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”দিদিমণি যখন উৎসব করতে বলেন, তখন চিন্তা হয়। হোলি হয়নি, রামনবমী, পয়লা বৈশাখ, ইদ এবং মহরমও হয়নি। হোলির যে খামতি ছিল, পূরণ করে দিয়েছেন মুখ্যসচিব। গতকাল বলেছিলেন, হোলির রং দেওয়া হয়েছিল।”

About Author