টলিউডনিউজবিনোদন

সামনে একুশের ভোট, তার আগে আত্মপ্রকাশ করল ব্রাত্য বসুর ‘ডিকশনারি’

Advertisement
Advertisement

কলকাতা: প্রায় দশ বছর পর সিনে জগতে (Film Industry) আবার পরিচালনা করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। বিধানসভা ভোটের (Assembly Election) আগেই সিনেমার প্রিমিয়ার করেলন তিনি। দর্শকদের সামনে পরীক্ষায় বসলেন তৃণমূলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তৈরি করলেন বুদ্ধদেব গুহর (Buddhadeb Guha) দুটি ছোটগল্প অবলম্বনে বাংলা ছবি ‘ডিকশনারি’ (Dictionary)। বুদ্ধদেব গুহর দুটো ছোটো গল্প ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’-র ভিত্তিতে এই ছবি।

Advertisement
Advertisement

এই ছবিতে অভিনয় করছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। এই প্রথম ব্রাত্য বসুর পরিচালনায় কাজ করলেন তিনি। আর তার সঙ্গে  জুটি বেঁধেছেন  আবির চট্টোপাধ্যায়। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাদের। এছাড়া রয়েছেন মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখ। ‘বাবা হওয়া’ গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা মোশারফ করিমকে। অভিনেতা মোশারফ এ প্রসঙ্গে  বলেছেন, ‘মকরক্রান্তি চ্যাটার্জি, সেল্ফমেড ম্যান। শূন্য থেকে উঠে আসা মানুষ। ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, তা নিয়ে দ্বন্দ্ব।’

Advertisement

শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা, বোলপুর, কলকাতাতে এই ছবির শুটিং করা হয়েছে। এই ছবির দুটি ভাগ আছে। প্রথম ভাগে অভিনয় করছেন পৌলমী বসু ও মোশারফ করিম। আর দ্বিতীয় ভাগে থাকছেন আবির-নুসরত- পরম। পেশায় ব্যবসায়ী মকর বেশি দূর পড়াশোনা না করলেও নিজের ছেলেকে পড়াশোনা করাতে চান। স্বপ্ন দেখেন স্বচ্ছন্দে জীবনযাপন করার, তবে গল্প কোথায় মোড় নেয়, সেটা দেখতে হলে এই ছবি হলে গিয়ে দেখতেই হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button