টলিউডবিনোদন

Raghu Dakat: কালীপুজোতে রঘু ডাকাত হয়ে ফিরছেন দেব! ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের এক অন্য গল্প বলবে ধ্রুব

Advertisement
Advertisement

দেব বরাবর নিজের কথা রাখতে ভালোবাসেন। যেমন কথা , তেমন কাজ করলেন টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব। সুদূর আইসল্যান্ডে থেকে নিজের দর্শক আর অনুরাগীদের কথা মনে রাখলেন তিনি। আর তাই তো কালীপুজোর সকালে দেব জানিয়ে দিলেন,‘গোলন্দাজে’র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার ‘রঘু ডাকাত’ হয়ে বড় পর্দায় আসছেন। শেয়ার করলেন নতুন ছবির পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, কাঁধ ছাপানো কোঁকড়ানো চুল, সুঠাম অনাবৃত উর্দ্ধাঙ্গ ও কালো ধুতির সঙ্গে লাল কোমরবন্ধ এবং মাথায় বাঁধা ফেট্টিতে রঘি ডাকাত দেব। দেবের এক হাতে খড়গ ও অন্য হাতে দাউদাউ, জ্বলন্ত মশাল উঁচিয়ে তুলে জঙ্গলের আস্তানায় জড়ো হওয়া তাঁর ডাকাত দলের উদ্দেশে কোনও নির্দেশ দিচ্ছে ‘রঘু’।

Advertisement
Advertisement

গোলন্দাজের পর দেবের আগামী এই ছবির পরিচালকও ধ্রব বন্দোপাধ্যায়।  দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ হাত মিলিয়েই আর ছবিটি তৈরি করছে। পরের বছরে শুরু হবে রঘু ডাকাতের শ্যুটিং। বলাবাহুল্য দেব আর ধ্রুব’র কেমিস্ট্রি ফের দর্শক দেখতে পাবে। এবারের পুজোর বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ‘গোলন্দাজ’। করোনার পর সিনেমা হল খোলার পর এই ছবির টানেই হলে দর্শক ফিরেছে দলে দলে। ছবি প্রযোজকের মুখেও চওড়া হয়েছে হাসি। আর তাতেই সাহস পেয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে এবার রুপোলি পর্দাতে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন ‘গোলন্দাজ’-এর পরিচালক-নায়ক জুটি। এসভিএফের সঙ্গে জোট বেঁধে এই ছবির প্রযোজনা করছেন দেব নিজেও।

Advertisement

Advertisement
Advertisement

বাংলার ডাকাতের কাহিনী নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় আট থেকে আশি সকলে জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পেয়েছে। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। আর সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালীমন্দির। নাম ছিল ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত ছিলেননা ছিলেন বাংলার অসহায় মানুষের রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন। নীল বিদ্রোহে যোগ দিয়ে দলের পরিচালনা করে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার একসময়ের এই হাড়হিম করা দুর্ধর্ষ ডাকাত। সেই চিত্রনাট্য তুলে ধরবেন দেব আর ধ্রুব।

এবার নতিন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে শেয়ার করে দেব লেখেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুন্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন-নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ সেই পোস্টার নজর কেড়েছে দর্শকদের। অনেকে এই ছবি দেখার জন্য অপেক্ষা করছেন সে কথাও জানান।এ ই ছবি প্রসঙ্গে দেব ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন আইসল্যান্ড থেকে অভিনেতা ফিরে এলে শুরু হবে ছবির লুক টেস্ট। এই ছবিতে দেবের পাশাপাশি আর কোন কোন কলাকুশলী থাকবে তা এখনো জানা যায়নি।

Advertisement

Related Articles

Back to top button