Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জ্বর ছাড়াই এখন ডেঙ্গু শরীরে বাসা বাঁধছে, নতুন এই ডেঙ্গুর নাম এফিব্রিল ডেঙ্গু

শ্রেয়া চ্যাটার্জী : সাধারণত গায়ে বেশ জ্বর, এবং র‍্যাশ বেরোনো, বমি বমি ভাব, পেট খারাপ এগুলি সাধারন ডেঙ্গুর লক্ষণ হয়। কিন্তু এখন ডেঙ্গুর এই সমস্ত লক্ষণ উধাও হয়ে গেছে। কোন…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : সাধারণত গায়ে বেশ জ্বর, এবং র‍্যাশ বেরোনো, বমি বমি ভাব, পেট খারাপ এগুলি সাধারন ডেঙ্গুর লক্ষণ হয়। কিন্তু এখন ডেঙ্গুর এই সমস্ত লক্ষণ উধাও হয়ে গেছে।

কোন রকম লক্ষণ ছাড়াই শহরে এসেছে এফিব্রিল ডেঙ্গু।কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতে এমনই ঘটনা ঘটতে চলেছে। কোনো উপসর্গ না থাকার ফলে চিকিৎসা করতে দেরি হয়ে যাচ্ছে। যার ফলে মানুষের বেঁচে থাকার আশা কমে যাচ্ছে। আফ্রিকার এফিব্রিল ডেঙ্গির সঙ্গে হুবহু মিল পাওয়া যাচ্ছে ডেঙ্গুর । মূলত শিশুরা এতে আক্রান্ত হচ্ছে বেশি। প্রচন্ড ক্লান্ত এবং পেট খারাপ এর উপসর্গ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লক্ষ্য রাখতে হবে যাতে কোনভাবেই মশা কামড়াতে না পারে, তার জন্য যা ব্যবস্থা নেওয়া উচিত তাই করুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন।

About Author
news-solid আরও পড়ুন