Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫৮ হাজার টাকায় মিলবে এই ইলেকট্রিক স্কুটার, একবার চার্জেই চলবে ৯৪ কিলোমিটার

Updated :  Sunday, October 29, 2023 10:26 AM

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দু’চাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর! বাজারে এসেছে নতুন কম দামের ই-স্কুটার।

পেট্রোল ডিজেলে চলা স্কুটারগুলির তুলনায় ইলেকট্রিক স্কুটারের দাম বেশি। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারও বানাচ্ছে বিভিন্ন সংস্থা। খুব সম্প্রতি তেমনি এক সংস্থা বানিয়েছে ডেলটিক ড্রিক্স ইলেকট্রিক স্কুটার। এই মুহূর্তে এই ই-স্কুটার মাত্র ৫৮ হাজারেই ঘরে নিয়ে আসতে পারবেন গ্রাহকরা।

বৈশিষ্ট্য-
১) ১.৫৮ কেডাবলুএইচের লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্য রয়েছে এই ই-স্কুটারে।
২) স্বাভাবিক চার্জে নির্দ্বিধায় ৫-৬ ঘন্টা এই স্কুটার চলবে। একেবারে ৯৪ কিলোমিটার যাওয়া যাবে এই স্কুটারে।
৩) এই ই-স্কুটারের ব্যাটারির ওয়ারেন্টি থাকবে ৩ বছর। এই সময়কালের মধ্যে যদি ব্যাটারির কোন সমস্যা দেখা দেয় তবে বিনা খরচেই তা পাল্টে দেওয়া হবে কম্পানির তরফ থেকে।
৪) ২৫০ ওয়াটের উন্নত মানের ইলেকট্রিক মোটর থাকবে এই ই-স্কুটারে। উল্লেখ্য এই মোটর প্রতি ঘন্টায় পঁচিশ কিমি স্পিড দেয়।
৫) ডিআলএলএসের সুবিধা।
৬) ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা।
৭) ডিজিটাল ট্রিপমিটার ও স্টার্ট বাটানের সুবিধা।
৮) এছাড়াও ইউএসবি পোর্ট, লাল লাইট, জিপিএসের মতো একাধিক বৈশিষ্ট্য বর্তমান থাকবে এই ই-স্কুটারে।

এই মুহূর্তে ভারতের যেকোনো গ্রহক এই ই-স্কুটারটি ৫৮,৭০০ টাকায় বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে মাসিক কিস্তিতেও কেনা যাবে এই ই-স্কুটার। সেক্ষেত্রে গ্রাহককে কিস্তি শোধ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ১,৭৯৫ টাকা গুনতে হবে।