Today Trending Newsদেশনিউজ

মাথাপিছু ৫০০০ টাকা, সকলের জন্য ফ্রি রেশন, বড় ঘোষণা কেজরি সরকারের

করোনা সংকটের দিনে আর্থিক সাহায্য করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার

×
Advertisement

দিল্লিতে করোনা ভাইরাসের প্রভাব অত্যন্ত খারাপ ভাবে পড়েছে এবং প্রচুর মানুষ দিল্লিতে মারা যাচ্ছেন এই করোনাভাইরাস এর কারণে। এই অবশ্যম্ভাবীভাবে দিল্লিতে লকডাউন ডাকতে বাধ্য হয়েছে কেজরিওয়াল সরকার। কিন্তু দিল্লির অটো এবং ট্যাক্সিচালকদের পাশে থাকার জন্য এবারের নতুন পদক্ষেপ গ্রহণ করলে দিল্লির মুখ্যমন্ত্রী।

Advertisements
Advertisement

অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন সমস্ত অটোরিকশা এবং ট্যাক্সি ড্রাইভাররা ৫ হাজার টাকা করে পাবেন সরকারের কাছ থেকে। এই করোনাভাইরাস পরিস্থিতিতে সমস্ত মানুষের কাছে দায়বদ্ধ দিল্লি সরকার। অর্থনৈতিক সংকটের দিনে সরকারের তরফে একটা ছোট্ট সহায়তা করতে চলেছেন তিনি।

Advertisements

অর্থনৈতিক সংকটে যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদের জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেজরির সরকার। পরিস্থিতি সামাল দেওয়া এই সমস্ত মানুষের জন্য বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এই সংকটের দিনে অটোচালক এবং ট্যাক্সি চালক ভাইদের আর্থিক সহায়তা করছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

Advertisements
Advertisement

তার পাশাপাশি দিল্লি সরকার জানিয়ে দিয়েছে আমজনতার জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। সমস্ত রেশন কার্ড হোল্ডার আগামী দুই মাসের জন্য বিনামূল্যে রেশন পাবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমগ্র দিল্লিতে এই রেশন কার্ড হোল্ডার এর সংখ্যা মোটামুটি ৭২ লক্ষ এবং তাদের আগামী দুই মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন ২ মাস রেশণ দেওয়া হবে মানে কিন্তু ২ মাস লকডাউন চলবে এরকম ভেবে ফেলার কোন কারণ নেই, এটা শুধুমাত্র মানুষকে আর্থিক সাহায্য করার জন্য শুরু করা হয়েছে।

Related Articles

Back to top button