Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Debina Bonnerjee: সাধের অনুষ্ঠানে মেরুন আনারকোলিতে দেবীনা ব্যানার্জী, দেখুন ছবি

২০২২'এর শুরুতেই সুখবর জানন হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত ও দেবীনা। দুই থেকে তিন হচ্ছেন তারা। অনস্ক্রিন দিয়ে শুরু হলেও অফস্ক্রিনেও একে অপরের জীবনসঙ্গী তারা। এনডিটিভি ইমাজিন চ্যানেলে…

Avatar

২০২২’এর শুরুতেই সুখবর জানন হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত ও দেবীনা। দুই থেকে তিন হচ্ছেন তারা। অনস্ক্রিন দিয়ে শুরু হলেও অফস্ক্রিনেও একে অপরের জীবনসঙ্গী তারা। এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। ২০০৬ একে একে অপরকে ডেট করছেন এই দুই তারকা। পরবর্তীকালে একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা। খুব শীঘ্রই তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, সেই কথা এই জুটি আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের একাধিক ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন দেবীনা।

Debina Bonnerjee: সাধের অনুষ্ঠানে মেরুন আনারকোলিতে দেবীনা ব্যানার্জী, দেখুন ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যত দিন যাচ্ছে সেই বিশেষ দিনটা এগিয়ে আসছে। তাদের কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। সম্প্রতি নিজের সাধের অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে নিলেন দেবীনা, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের মাঝে রীতিমতো ভাইরাল। সাধের দিন মেরুন রঙের আনারকোলিতে দেখা গিয়েছে দেবীনাকে। এই পোশাকে তিনি নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি তুলেছেন, যা এই মুহূর্তে ভাইরাল। এই পোশাকে তিনি নিজের একাধিক ছবি শেয়ার করেছেন।

Debina Bonnerjee: সাধের অনুষ্ঠানে মেরুন আনারকোলিতে দেবীনা ব্যানার্জী, দেখুন ছবি

ভাইরাল হওয়া ছবিতে দেবীনা ব্যানার্জী একেবারে সুন্দর করে সেজেছিলেন নিজের সাধের অনুষ্ঠানের জন্য। বাংলার মেয়ে তিনি। তবে নিজের কেরিয়ার গুছিয়েছেন বম্বেতেই। ছবিতে মেরুন রঙের আনারকোলির সাথে হাতে পরেছিলেন চূড়ো। মোটা করে পরেছিলেন সিঁদুর। কপালে লাল টিপের সাথে পরেছিলেন চন্দন। সাথে পরেছিলেন মানানসই সোনার গয়নাও। এই পোশাকে একাধিক পোজে ছবি তুলেছেন তিনি। অভিনেত্রী রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তার সন্তানের জন্য। তার ভক্তরাও সেই নতুন সদস্যকে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

About Author