কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য DA বৃদ্ধির আগেই একটি বড় সুখবর চলে এসেছে। শিগগিরই কর্মচারীদের বেতন বাড়তে চলেছে বলে জানিয়েছে সরকার। কর্মচারীরা প্রাপ্ত ডিএ ৪২ শতাংশ থেকে সোজা ৫০ শতাংশে বাড়বে। হ্যাঁ, প্রতি মাসে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রায় ৯,০০০ টাকা বাড়িয়ে দেবে সরকার। খুব শীঘ্রই এই নিয়ে ঘোষণা হতে পারে বলেও জানিয়েছে সরকার।
জুলাই মাসে বাড়বে মহার্ঘ ভাতা
আপনাদের জানিয়ে রাখি যে, সরকার মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে, এর পরে মহার্ঘ ভাতা বেড়ে ৪২ শতাংশ হয়েছে। এই বৃদ্ধি ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এখন পরবর্তী মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে ২০২৩ সালের জুলাই থেকে। পরবর্তী বৃদ্ধিও ৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।
বেতন বাম্পার বাড়বে
বলে রাখি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে কর্মচারীদের ভাতাও বাড়তে বাধ্য। আগামী সময়ে কর্মচারীদের আরো বেতন বাড়তে পারে।
৫০ শতাংশে পৌঁছানোর পরে ডিএ শূন্য হবে
মহার্ঘ ভাতার নিয়ম হল যে সরকার যখন ২০১৭ সালে ৭ম বেতন কমিশন কার্যকর করেছিল, তখন মহার্ঘ ভাতা শূন্য করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, মহার্ঘভাতা ৫০ শতাংশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা শূন্যে নামিয়ে আনা হবে এবং ৫০ শতাংশ অনুযায়ী, কর্মচারীরা ভাতা হিসেবে যে টাকা পাবেন তা মূল বেতন অর্থাৎ ন্যূনতম বেতনের সঙ্গে যোগ করা হবে।
বেতন ৯,০০০ টাকা বাড়বে
মনে করুন, একজন কর্মচারীর মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে তিনি ৫০% DA এর ৯,০০০ টাকা পাবেন। কিন্তু, ডিএ ৫০% হওয়ার পরে, এটি মূল বেতনের সাথে যোগ করা হবে অর্থাৎ বেতন হবে ২৭,০০০ টাকা। তারপর সেই বেতনের উপরে আবার মহার্ঘ ভাতা হিসাব হবে।