Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খুব শীঘ্রই দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হবে, জানালেন রেলমন্ত্রী

Updated :  Monday, November 16, 2020 10:06 AM

দক্ষিণেশ্বর: কালিপুজোতেই দক্ষিণেশ্বরে মেট্রো চালু হওয়ার কথা ছিল। কিন্তু সিগন্যালিংয়ের জন্য জার্মানি থেকে কিছু সরঞ্জাম আসার কথা ছিল। যা সময় মতো আসেনি। তাই দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হওয়া আরও কিছুটা পিছিয়ে গেল। তবে খুব শীঘ্রই দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হবে বলেই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

নোয়াপাড়া, বরাহনগর, দক্ষিণেশ্বর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা। নর্থ-সাউথ মেট্রো সম্প্রসারণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বেশিরভাগ কাজটা সম্পূর্ণ হয়ে গেলেও সিগনালিংয়ের কাজ এখনও অনেকটাই বাকি। তাই চলতি বছরে দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা আর রইল না, এমনটা বলাই যায়।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘দক্ষিণেশ্বরে মেট্রোর কাজ দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। খুব শীঘ্রই পরিষেবা চালু হবে। আর তারপরেই ভক্তরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে পারবেন অনেক কম সময়ে। এমনকি যাত্রীরা যাত্রা উপভোগ করবেন বলেও তিনি দাবি করেছেন। এখন দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু কবে হয়, সেটাই দেখার।

https://www.facebook.com/165714096933078/posts/1644949025676237/