জ্যোতিষ

আজ ৬ই মার্চ, জানুন কী রয়েছে আপনার ভাগ্যে

Advertisement

আজ ৬ই মার্চ (২১শে ফাল্গুন) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ স্কুল শিক্ষকদের জন্য দিনটি বেশ সুখকর। স্কুল কলেজের শিক্ষকদের প্রমোশন হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। মন দিয়ে পড়ান। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃষঃ আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না।

মিথুনঃআজ আপনার বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।

কর্কটঃ আজ আপনি কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

সিংহঃ আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন।

কন্যাঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

তুলাঃ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধান থাকুন। পরিবার ব্যতিত অন্য কারোর পরামর্শ নেবেন না।

বৃশ্চিকঃ আজ আপনার ব্যবসায়ে লাভের সম্মুখীন হতে পারে। লাভের টাকা খরচ না করে সেটা জমিয়ে রাখুন। পরবর্তী সময়ে সুবিধা হতে পারে। দিনটি বেশ ভালোই যাবে।

ধনুঃ আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।

মকরঃ আজ দিনটি খুব একটা সুখকর। অফিসের কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ে উন্নতি হতে পারে। ব্যবসার পরিধি বাড়তে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার কাজের জায়গায় আপনার বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

মীনঃ আজ মেয়েরা কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সাবধানে থাকুন। দেখে শুনে কাজ কর্ম করুন। দিনটি বেশ একটা ভালো যাবেনা।

Related Articles

Back to top button