দেশনিউজ

ভারতে করোনা সংক্রমণ ৬৮ লক্ষ, আগের থেকে বেড়েছে সুস্থতার হার

Advertisement
Advertisement

ভারত : ভারতে বর্তমানে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৬৮ লক্ষ ৩৫ হাজার পেরিয়ে গিয়েছে। গত এক ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮,৫২৪ জন । মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৪,৫৫৫-তে। সব মিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৩,৯৪,১৫৬ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১০, ৬০, ৪৬২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২, ৭৪, ১২, ৩১৫ জন।

Advertisement
Advertisement

দেশের যা পরিস্থিতি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে আগের থেকে বেড়েছে সুস্থতার হার, এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫৮.২৭ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩,০১১ জন। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ১১,৯৯, ৮৫৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। রত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

Advertisement

কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

Advertisement
Advertisement

অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪, ৮০, ৪৮৯। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন সাড়ে ১৬ হাজারের বেশি। অন্যদিকে করোনা আক্রান্তের নিরিখে এগিয়ে আছে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২,১৬১। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ১০,৬০৬ জন।

Advertisement

Related Articles

Back to top button