Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA বৃদ্ধি নিয়ে নোটিশ জারি, রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১০ শতাংশ বেতন বৃদ্ধি

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ১লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করা হয়েছিল যে ডিএ ৪ শতাংশ বাড়ানো হবে।…

Avatar

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ১লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করা হয়েছিল যে ডিএ ৪ শতাংশ বাড়ানো হবে। সেই অনুযায়ী, এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে ডিএ পাবেন।

এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনও বাড়বে। ন্যূনতম বেতন ১৭ হাজার টাকার একজন কর্মচারী এখন ১০ শতাংশ ডিএ পাবেন। তার মানে, তাঁর বেতন বাড়বে ১৭০০ টাকা। একইভাবে, ২৩ হাজার টাকা বেতন পাওয়া একজন কর্মচারীর বেতন বাড়বে ২৩০০ টাকা। এভাবেই, বিভিন্ন বেতন স্কেলে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়বে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলায় পে কমিশন আছে। তাই এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা। রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যে ডিএ বাধ্যতামূলক না। এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে ১০ শতাংশ ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল ১২৫ শতাংশ। এখন সেটা হল ১৩৫ শতাংশ।’

ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বেতন বৃদ্ধির পরিমাণও বাড়বে। ২০১৯ সালের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ১২৫ শতাংশ ছিল। এখন তা ১৩৫ শতাংশ হয়েছে। ফলে, মোট বেতন বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংশ। ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন, এই ডিএ বৃদ্ধি তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

About Author