ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজ

7th Pay Commission: সরকারি কর্মচারীদের খুশি করলেন মুখ্যমন্ত্রী, এক ধাক্কায় ১৬ শতাংশ ডিএ বৃদ্ধি

রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বাড়িয়ে কর্মচারীদের স্বস্তি দেওয়া হচ্ছে।সরকার ডিএ ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে।

Advertisement
Advertisement

যদি নিজে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন বা আপনার পরিবারে কোনও কেন্দ্রীয় কর্মচারী থাকেন, তাহলে আপনাকে দ্বিতীয়ার্ধের ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে। ২০২৪ সালের ১ জুলাই থেকে এটি বাস্তবায়ন করতে পারে সরকার। তবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

Advertisement
Advertisement

DA বাড়িয়ে কর্মচারীদের স্বস্তি

Advertisement

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বাড়িয়ে কর্মচারীদের স্বস্তি দেওয়া হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। মহার্ঘ ভাতার এই বৃদ্ধি পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাজস্থান সরকার ডিএ ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। এর পাশাপাশি পেনশনভোগীদের মহার্ঘ ভাতাও বাড়িয়েছে সরকার। সুশাসনের জন্য নিবেদিত, রাজ্য সরকার পঞ্চম এবং ষষ্ঠ বেতন স্কেলের অধীনে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য যথাক্রমে ১৬ শতাংশ এবং ৯ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ম কার্যকর হওয়ার ফলে মহার্ঘ ভাতা পঞ্চম বেতন কমিশনে ৪২৭ শতাংশ থেকে বেড়ে ৪৪৩ শতাংশ এবং ষষ্ঠ বেতন স্কেলে ২৩০ শতাংশ থেকে বেড়ে ২৩৯ শতাংশ হয়েছে।

Advertisement
Advertisement

DA Hike by Rajasthan Government

মুখ্যমন্ত্রী ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন

এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজ্য কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই সময় সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীদের ডিএ ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছিল। এছাড়া পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ছাড়ের পরিমাণও ৪ শতাংশ বাড়ানো হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ৮ লক্ষ কর্মচারী এবং ৪.৪০ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছিলেন।

৫০ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে

এখন কেন্দ্রীয় কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীরাও দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। মার্চ মাসে নরেন্দ্র মোদী সরকার কর্মীদের ডিএ ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এখন আবার যদি ৪ শতাংশ বাড়ানো হয়, তাহলে তা হবে ৫৪ শতাংশ। আরও একটা ব্যাপারে, ৫০ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।

Related Articles

Back to top button