ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করোনার জেরে বিশ্বজুড়ে আর্থিক মন্দা, তবে রেহাই পাবে চীন ও ভারত, দাবী রাষ্ট্রপুঞ্জের

Advertisement
Advertisement

অর্থনীতিবিদরা আগেই জানিয়েছিলেন করোনা সংক্রমণ গোটা বিশ্বের অর্থনীতিতেও বিরাট প্রভাব ফেলবে। মন্দার মুখে পড়বে সমস্ত দেশ। তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যেতে পারে বলে আশার আলো দেখিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের এক রিপোর্টে বলা হয়েছে, এই মন্দার হাত থেকে রক্ষা পেতে পারে ভারত এবং চীন উভয় দেশই।

Advertisement
Advertisement

রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের জেরে বিশ্ব অর্থনীতিতে ক্ষতি হতে পারে হাজার হাজার কোটি ডলার। এছাড়া সবচেয়ে প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলিতে। প্রয়োজন হতে পারে ২৫০০ কোটি ডলার ত্রাণ প্যাকেজের। তবে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত দপ্তর থেকে বলা হয়েছে, বিভিন্ন উন্নত দেশগুলি এবং চীন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রায় ৫০০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। এরফলে অর্থনীতির ক্ষতিপূরণ হওয়া সম্ভব।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের দাবী বিশ্ব জুড়ে অর্থনীতির বিপুল ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পাবে ভারত ও চীন। তবে কীসের ভিত্তিতে তারা ভারতের রেহাই পাওয়ার কথা বলছে তা এখনও অজানা। গত শুক্রবার আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা জানিয়েছিলেন অর্থনীতি ক্রমাগত মন্দার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলিকে প্রচুর পরিমানে আর্থিক সাহায্য করা প্রয়োজন। তিনি সংবাদমাধ্যমকে আরও জানিয়েছিলেন যে, “এটা এখন স্পষ্ট যে আমরা ক্রমাগত প্রবল আর্থিক মন্দার দিকে এগিয়ে চলেছি। এটির ফলে ২০০৯ সালে যে অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ পরিস্থিতি আসবে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button