Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের দশম দিনেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেশে আক্রান্ত ২৩০১

লকডাউনের পরও যেন করোনা ভাইরাসের প্রকোপ কমছে না। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ লকডাউনের দশম দিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩০১ জন। গত…

Avatar

লকডাউনের পরও যেন করোনা ভাইরাসের প্রকোপ কমছে না। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ লকডাউনের দশম দিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৬ জনের। তবে এর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৭ জন।

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় সমগ্র দেশবাসীকে করোনা যুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি দেশবাসীকে আগামী রবিবার ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে নিজের বাড়ির সামনে বা বারান্দায় প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য অনুরোধ করেছেন। তবে তিনি জমায়েত করতে একদম বারণ করেছেন। মূলত দেশের মানুষের মনোবল বাড়ানোর জন্যই এই সংকল্প করা হবে বলে তিনি জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে বিশ্বব্যাংক ভারতকে ১ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে। এই টাকা দিয়ে করোনা ভাইরাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী, উন্নত পরীক্ষা, পিপিই কিট প্রভৃতির জন্য খরচ করা হবে। এর পাশাপাশি এই অর্থ দিয়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি করতে পারবে। প্রসঙ্গত, বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের বেশি ছাড়িয়েছে। মারা গেছেন ৫৩ হাজারের বেশি মানুষ। ইউরোপ ও স্পেনের অবস্থা এখন ভয়ানক আকার নিয়েছে। ওই দুই দেশে মৃত্যু হয়েছে বহু মানুষের।

About Author