দেশনিউজ

আশার আলো! ভারতে আগের থেকে কমেছে করোনা সংক্রমণের হার, বাড়ছে সুস্থতার হার

Advertisement
Advertisement

আগের থেকে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজ সারা ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৬৬,৮৫,০৮২ জন, মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,২৬৭ জন। সারা দেশে এখনও পর্যন্ত ৫৬.৬২ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৫,৭৮৭ জন। দেশে মৃত্যুর হার ১.৫৫ শতাংশ। তবে আগের থেকে সুস্থতার হার বেড়েছে।

Advertisement
Advertisement

কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

Advertisement

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪,৫৩,৬৫৩। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত কমেছে, বাড়ছে সুস্থতা সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে রয়ে গেল কেরল। গত এক দিনে সেখানে আক্রান্তের সংখ্যা ৫,০৪২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের।

Advertisement
Advertisement

সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততো খারাপের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ লাখ। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রতে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি, তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৪৪ হাজার।

Advertisement

Related Articles

Back to top button