কলকাতানিউজরাজ্য

পুজোর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা

Advertisement
Advertisement

কলকাতা: পুজো আসতে আর মাত্র সাতদিন বাকি। আর পুজো যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। যেখানে ইদানিংকালে রাজ্যে পুজোর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা সুস্থতার হার ঊর্ধ্বমুখী ছিল এবং মৃত্যুর হার নিম্নমুখী ছিল, সেখানে পুনরায় রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে চলেছে। এমনকি বেড়েছে মৃত্যুর হারও। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ছুঁই ছুঁই।

Advertisement
Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৮৩ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৩৯৮ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে কলকাতাকে টেক্কা দিয়ে সংক্রমণের শীর্ষে ফের উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। একদিনে উত্তর ২৪ পরগনায় নতুন করে আরও ৭৫৯ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছে। তারপরই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭১৭ জন।

Advertisement

শুধু আক্রান্ত হওয়াই নয়, এর পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে আরও ৬০ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮২ জন। তবে ডিসচার্জ রেট কার্যত অপরিবর্তিত রয়েছে, ৮৭.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩ হাজার ১৫৫ জন। ফলে এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১০৩ জন।

Advertisement
Advertisement

আর এটুকুই আপাতত পুজোর আগে সাময়িক স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। তবে যেভাবে পুজোকে কেন্দ্র করে কেনাকাটায় মানুষ মেতেছে, তাতে হু হু করে করোনা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্যের চিকিৎসকরা।

Advertisement

Related Articles

Back to top button