Today Trending Newsদেশনিউজ

Corona Third Wave: করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ততটা সংক্রামক হবে না, আশা আইসিএমআরের

রিসার্চাররা বলছেন যদি আমরা ভ্যাক্সিনেশন আরো ভালোভাবে করতে পারি আগামী সমস্ত সমস্যাকে প্রতিহত করতে পারব

×
Advertisement

এতদিন ধরে অনেকেই বলছিলেন করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আগের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেক বেশি মারাত্মক হবে। কিন্তু এই দাবিকে সম্পূর্ণরূপে খণ্ডিত করেছে এবারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এর নতুন টেস্ট। আইসিএমআর এর নতুন পরীক্ষায় ধরা পড়েছে যে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ তো আসবেই, কিন্তু তা হয়তো আগের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম মারাত্মক হবে। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে গত শুক্রবার এই বিষয়টি নিয়ে একটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। যার নাম দেওয়া হয়েছে, ‘Plausibility of the third wave of covid-19 in India: A mathematical modelling based analysis’.। অর্থাত বাংলায় বললে, ‘ভারতে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউয়ের সম্ভাব্যতা: গাণিতিক মডেল বিশিষ্ট একটি এনালিসিস’

Advertisements
Advertisement

এই গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসলেও তা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম সংক্রামক এবং হবে। তবে বিশেষজ্ঞরা অবশ্যই জানিয়ে দিয়েছেন, এই সম্পূর্ণ বিষয়টি একটি গাণিতিক মডেল এর উপর তৈরি হয়েছে এবং এই মডেলের উপর অবশ্যই অনিশ্চয়তা রয়েছে। এছাড়াও জানানো হয়েছে, যদি আমরা ভ্যাক্সিনেশন আরো ভালো করে করতে পারি এবং ভারতের মানুষকে আরও বেশি ভ্যাকসিনেটেড করতে পারি তাহলেই একমাত্র এই তৃতীয় ঢেউ প্রশমিত করতে পারব।

Advertisements

এছাড়াও বিজ্ঞানীরা এই গবেষণা পত্রে তৃতীয় ঢেউয়ের চারটি সম্ভাব্য প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন, সার্স কোভ ২ এর ছড়িয়ে পড়ার মডেলকে ব্যাখ্যা করে। প্রথম প্রক্রিয়া, যেখানে একটি অদৃশ্য ইমিউনিটি পূর্বে আক্রান্ত রোগীদের আবার আক্রান্ত করতে পারে। দ্বিতীয় প্রক্রিয়া, একটি অদ্ভুত স্টেইন, যেটি আগের সমস্ত স্টেইনের ফলে হওয়া সমস্ত ইমিউনিটি কে প্রতিহত করতে পারে। তৃতীয়তঃ, একটি নতুন ভাইরাল প্রজাতির জন্ম, যা আগের সমস্ত প্রজাতি থেকে বেশি সংক্রামক এবং চতুর্থত, বর্তমান সময়ে লকডাউন, যা করোনা সংক্রমণ এর নতুন সুযোগ তৈরী করবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button