Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনায় বেসামাল গোটা বাংলা, গত ২৪ ঘন্টার পরিসংখ্যান ভেঙেছে সমস্ত রেকর্ড

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৩ লাখের গণ্ডি স্পর্শ করেছে। করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণ এবং মৃত্যুহার উভয় লাফিয়ে বাড়ছে। গোটা দেশে হাসপাতালে বেড…

Avatar

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৩ লাখের গণ্ডি স্পর্শ করেছে। করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণ এবং মৃত্যুহার উভয় লাফিয়ে বাড়ছে। গোটা দেশে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের অভাবে ধুঁকছে একাধিক রাজ্য। কোন কোন রাজ্যে অক্সিজেনের ঘাটতির জন্য মৃত্যু হচ্ছে করোনা রোগীদের। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলাতেও। বাংলায় করোনার সংক্রমণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তারই মধ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে সংক্রমণ ও মৃত্যু সংখ্যা সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৩ জন। বাংলায় সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়ে আজ করোনার বলি হয়েছেন ৭৩ জন। এই মুহূর্তে বাংলায় অ্যাক্টিভ করোনা কেস সংখ্যা ১ লাখ ৬ হাজার ২৮১ জন। এছাড়া কোভিড থেকে মুক্তি পেয়েছেন ১০ হাজার ৬৬৪ জন। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কলকাতা শহরে। গত ২৪ কন্টাই কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৭০৮ জন। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলাতে গত ২৪ ঘন্টায় ৩৪৫১ জন করোনা আক্রান্ত হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আমাদের রাজ্যে এখনও অবধি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে থাকলেও নতুন করে ৫৫ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বসানো হবে। ইতিমধ্যেই ১০৫ কোভিড হাসপাতলে পাইপ লাইন দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ১৫ মে এর মধ্যে আরও ৪১ টি হাসপাতাল এই তালিকায় যুক্ত হবে। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলা ১২ হাজার করোনা রোগীকে নিরবিচ্ছিন্নভাবে ২৪ ঘন্টা অক্সিজেন পরিষেবা দিতে পারবে।

About Author