দেশনিউজ

১৪ দিনে দেশে করোনাতে সুস্থতার হার অনেকটাই বেড়েছে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Advertisement
Advertisement

দেশের সংক্রমণ বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও আর এর ফলে বোঝা যাচ্ছে দেশে করোনার প্রকোপকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। সাংবাদিক সন্মেলনে তিনি এদিন জানান, দেশে করোনায় সুস্থ হয়ে ওঠার রিকভারি রেট বা সুস্থতার হার বেড়ে হয়েছে ২৫.১৯ শতাংশ। যা ১৪ দিন আগে ছিল ১৩.৬ শতাংশ।

Advertisement
Advertisement

দেশে এখনো পর্যন্ত করোনার প্রকোপে আক্রান্ত হয়েছেন ৩৩,০৫০ জন। যার মধ্যে সুস্থ হয়ে করোনাকে জয় করেছেন ৮,৩২৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, ১৪ দিন আগে রিকভারি রেট যা ছিল তা ১৪ দিন পর ১২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এতেই বোঝা যাচ্ছে, করোনার পরিস্থিতিকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। তবে যেসব রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগেরই শরীরে হৃদযন্ত্রের সমস্যা, ফুসফুসের সমস্যা ছিল। তাই সুস্থ মানুষের মৃত্যুর হার ২২ শতাংশ বলেও জানান স্বাস্থ্যমন্ত্রক যুগ্ম সচিব।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত সুস্থ হয়েছেন ৬৩০ জন। লব আগরওয়াল আরও বলেন, দেশে কনটেইনমেন্ট প্রক্রিয়া ও র‌্যাপিড টেস্টের সংখ্যা বাড়ানোর ফলেই রিকভারি রেট বৃদ্ধি পেয়েছে। আর এই সুস্থতার হার যতো বাড়ছে ততই আশার আলো দেখছে চিকিৎসক মহল। যাতে করে বোঝা যাচ্ছে দেশে সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণের মধ্যেই অবস্থান করছে, এমনটাই জানিয়েছেন লব আগরওয়াল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button