দেশনিউজ

সেপ্টেম্বর মাসের কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন ছুটির তালিকা

×
Advertisement

করোনা আবহে সীমিত করে দেওয়া হয়েছে ব্যাঙ্কের সময়। প্রয়োজনীয় সতর্কতা মেনেই বিগত তিন মাস ধরে চলছে ব্যাঙ্কের যাবতীয় কাজ। আর সেই কারনে বেধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ও । কিন্তু তার পাশাপাশি উৎসব অনুষ্ঠানের জন্য নির্ধারিত করা হয়েছে বেশ কয়েকটি দিন। আর সেই অনুযায়ী ওই দিনগুলিতেই  কেবল বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisements
Advertisement

চলতি মাসে বেশ কয়েকদিন বন্ধ ছিলো ব্যাঙ্ক ।তার মধ্যে লকডাউন , ছুটি সব মিলিয়ে একটা মিশ্র মাস গিয়েছে। কিন্তু সেপ্টেম্বর মাসে নেই তেমন কোনো সরকারী ছুটি । তবে রাজ্যের ওপর নির্ভর করছে আগামী মাসে কোন দিন কি উৎসব থাকবে। আর তার ওপর ভিত্তি করেই থাকবে ছুটি। কিন্তু এসবের মধ্যেও দ্বিতীয়, চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisements

 

Advertisements
Advertisement

এছাড়া অন্যান্য দিন খোলা থাকবে ব্যাঙ্ক পরিষেবা । ছটির দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও বেশিরভাগ দিনই কার্যকর থাকবে মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং। তাই এই সকল ছুটির কথা মাথায় রেখে আগে থেকেই ঘরে অর্থ গচ্ছিত রাখা ভালো বলে জানিয়েছেন অনেকেই। নারায়ণ গুরু জয়ন্তী, মহালয়া ইত্যাদির মতো ছুটির দিনে এই মাসে কয়েকটি নির্দিষ্ট শহরগুলিতে ব্যাংকগুলি বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

তবে সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই, আগে থেকেই জানিয়ে দেওয়া হবে ব্যাঙ্ক থেকে। আগামী মাসে কবে কোনদিন ছুটি থাকবে সেই নিয়ে একটা তালিকাও প্রকাশ জরা হয়েছে। সেখান থেকেই কোন রাজ্যে কবে কি উপলক্ষে ছুটি থাকবে সেটাও দেখে নেওয়া যাবে সহজে।

Related Articles

Back to top button