Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কমেডি সুপারস্টার জেঠালালের স্ত্রী খুবই সুন্দরী, সৌন্দর্যের নিরিখে হার মানাবেন ববিতাজিকেও

Updated :  Wednesday, March 1, 2023 3:57 PM

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র জেঠালালের কমিক সেন্স এবং কমিক টাইমিং বেশ পছন্দ হয় দর্শকদের। তার নিষ্পাপ কমেডি মন জয় করেছে আট থেকে আশির। এই জেঠালালের চরিত্রে অভিনয় করেন দিলীপ জোশি। প্রায় ১৪ বছর ধরে দুর্দান্ত অভিনয় করে তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন এই অভিনেতা। সিরিয়ালে জেঠালাল একটি ইলেকট্রনিক দোকান চালায়। শোতে দিশা ভাকানি ওরফে দয়া ভাবী, জেঠালালের স্ত্রী এর চরিত্রে অভিনয় করতেন।

সিরিয়ালে যতই ভোলাভালা হোক না কেন, রিয়েল লাইফে দিলীপ জোশি ওরফে জেঠালাল সম্পূর্ণ অন্য রকমের। পোরবন্দরের একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলতে গেলে দিলীপ জোশি বিসিএ করার সময় আইএনটি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটার থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিল। দিলীপ জোশির রিয়েল লাইফে বিয়ে হয় জয়মালা জোশির সাথে।

কমেডি সুপারস্টার জেঠালালের স্ত্রী খুবই সুন্দরী, সৌন্দর্যের নিরিখে হার মানাবেন ববিতাজিকেও

জয়মালা জোশি লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন। এই কারণে দিলীপ জোশির আসল অর্ধাঙ্গিনী সম্বন্ধে খুবই কম জানেন। তবে কিছু কিছু অনুষ্ঠানে দিলীপ জোশির সাথে তার স্ত্রীকে দেখা গিয়েছে যার থেকে বলা যায় বেশ সুন্দরী তিনি। এই জুটির দুই সন্তান রয়েছে যাদের নাম নিয়তি জোশি এবং ঋত্বিক জোশি। মাঝে মাঝেই দিলীপ জোশি তার সোশ্যাল মিডিয়া একাউন্টে পরিবারের সাথে বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন। অনেকে তো সেই সমস্ত ছবিতে কমেন্ট করে জানিয়েছেন যে জয়মালা জোশির সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যান তারক মেহেতা সিরিয়ালের সবচেয়ে সুন্দরী চরিত্র ববিতাজিও।