নিউজরাজ্য

পুজোর আগে ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে স্বমহিমায় মুখ্যমন্ত্রী, জেলাশাসকের ‘তথ্যমিত্র কেন্দ্রে’ না যাওয়ার নির্দেশ মমতার

Advertisement
Advertisement

ঝাড়গ্রাম: পুজোর আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে কিছু প্রকল্পের কথা আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের পর উত্তরবঙ্গ সফর দিয়ে জেলা সফর পুনরায় শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই দ্বিতীয় সফরস্থান হিসেবে বেছে নিয়েছেন তিনি ঝাড়গ্রামকে। আজ, বুধবার সেখানে করোনা পরিস্থিতি জানতে চেয়ে প্রশাসনিক বৈঠক শুরু করেন মমতা। আর সেখানেই পুজোর আগে ঝাড়গ্রামবাসীকে কিছু উপহার দিলেন তিনি।

Advertisement
Advertisement

সেই সব উপহার হল কিছু বিশেষ প্রকল্প। ঝাড়গ্রামে ‘পণ্যশ্রী’ প্রকল্প নিয়ে আসার ভাবনা ভাবছেন মুখ্যমন্ত্রী। তিনি এ বিষয়ে বলেন, ‘আগের থেকে এই জেলায় অনেক রাস্তাঘাটের উন্নতি হয়েছে। আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। এসব বলার পাশাপাশি নাম না করে বিজেপি উন্নয়নের নামে অপপ্রচার করছে, এমন অভিযোগও এনেছেন মমতা।

Advertisement

তবে উন্নয়নমূলক প্রকল্প গ্রামবাসীদের পুজোর আগে উপহার দেওয়ার পাশাপাশি ‘তথ্যমিত্র কেন্দ্রে’ যাতে জেলাশাসকরা না যান, তার জন্য কড়া নির্দেশ দিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলছি ‘তথ্যমিত্র কেন্দ্রে’ ভুল তথ্য সরবরাহ করা হয়। এর থেকে আপনাদের কিছু জানার হলে আপনারা ‘বাংলা সহায়ক কেন্দ্রে’ যান। কিন্তু ভুল করেও ‘তথ্যমিত্র কেন্দ্রে’ যাবেন না।’

Advertisement
Advertisement

এর পাশাপাশি নতুন কিছু কর্মসংস্থানের আশাও তিনি আজ সকলের মনে জাগিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গলমহলে প্রায় আড়াই লক্ষ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর এবার একইরকম ব্যবস্থা ঝাড়গ্রামের ক্ষেত্রে করা হবে বলে তিনি আশার বাণী শুনিয়েছেন। এমনকি ‘মাটি সৃষ্টি’ প্রকল্প নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেছেন, ‘এই ‘মাটি সৃষ্টি’ প্রকল্প পৃথিবিকে আগামী দিনের পথ দেখাবে।’ সব মিলিয়ে পুজোর আগে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে এক ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরলেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button