আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে পাকিস্তান। যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনারা ভারতীয়দের উপর গোলাবর্ষণ করলে রক্তবন্যা বয়ে গেছে বহু প্রাণের।
যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে নিত্যদিন ভোগান্তিতে ভুগছে ভারত তখন প্রতিবেশী দেশ চিনের কার্যকলাপে নড়ে উঠলো ভারত। পাকিস্তানের পর এবার ভারতীয় সেনাদের উপর গোলাবর্ষণ করলো চীন এবং এই আক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগতকাল বুধবার লোকসভায় চীনা সেনাবাহিনীর আক্রমণের কথা তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এদিন সংসদ সভায় জানানো হয় যে উত্তর ভারতে চীন সীমান্তে কোনো নির্দিষ্ট এবং সুস্পষ্ট সীমারেখা না থাকার কারণে চীনা সেনারা বরাবরই অবাধে ভারতে প্রবেশ করেছেন।
যার ফলে এই অবাধ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। আর এই বিবাদের জেরেই ভারতীয় সেনাদের উপর গোলাবর্ষণ করে চীনা সেনারা। এই আক্রমণের জেরে সাধারণ মানুষ কোনো ক্ষতির আঁচ না পেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পর্যটন কেন্দ্র এবং লাদাখ সীমান্ত লাগোয়া বেশ কিছু গ্রাম।
গতকাল বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে চীনা আক্রমণের এক পরিসংখ্যান পেশ করলে জানা যায় যে ২০১৬ থেকে পর পর তিন বছর ধরে চীনা সেনারা ভারতে যথাক্রমে ২৭৩, ৪২৬ এবং ৩২৬ বার আক্রমণ চালিয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করার জন্যে দাবি করা হলে রাজনাথ সিং এর মন্ত্রক এর তরফ থেকে জানানো হয় যে চীনা প্রেসিডেন্টের ভারত সফরের সময়ে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রক।