নিউজপলিটিক্সরাজ্য

করোনাভাইরাস রেয়াত করল না নির্বাচন কমিশনকেও, আক্রান্ত সুশীল চন্দ্র এবং রাজীব কুমার

গত ১৩ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সুশীল চন্দ্র। তখনই তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছিল

Advertisement
Advertisement

করোনাভাইরাস আবহে নির্বাচনের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক কে এবারে আক্রমণ করল মারণ ভাইরাস করোনা। মঙ্গলবার জানা গেল, এবারের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তার পাশাপাশি নির্বাচন কমিশনার রাজীব কুমার করোনা আক্রান্ত হয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারের সাম্প্রতিক সময়ের মূল বক্তব্যের মধ্যে একটি ছিল বাংলার করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলায় ভোট গ্রহণ, নির্বাচনী প্রচার এবং বিধিনিষেধ নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনার।

Advertisement
Advertisement

করোনাভাইরাস এর বাড়াবাড়ি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে প্রচার প্রক্রিয়া চালানোর জন্য নীতি নির্ধারণ করতে ওই বৈঠক ডেকেছিলেন নির্বাচন কমিশনার। করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের সময় সীমার ক্ষেত্রে কোপ দিয়েছিলেন তারা। কিন্তু এবারে সরাসরি করোনা আক্রান্ত হলেন সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। মারণ ভাইরাস রেয়াত করলোনা নির্বাচন কমিশনকেও।

Advertisement

গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশনার বদলির পরে সুনিল আরোরার জায়গায় নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুশীল চন্দ্র। জানা যাচ্ছে সেই সময় তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছিল। মঙ্গলবার সরকারি তরফে তার করোনা আক্রান্ত হবার কথা ঘোষণা করে দেওয়া হল। আপাতত রাজীব কুমার এবং সুশীল চন্দ্র দুজনেই হোম আইসোলেশনে আছেন এবং বাড়িতে বসে কাজ করছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button