অফবিট

অনায়াসে করছেন চমৎকার যোগাসন, বছর ৭৫-র বৃদ্ধা যোগগুরুর ব্যায়াম, দেখুন ছবি

×
Advertisement

কৌশিক পোল্ল্যে: বয়সভারে একেবারেই জীর্ন হয়ে যাননি এই ফিটনেস যোগগুরু। এখনও নিয়মিত শরীরচর্চা চালিয়ে নিজেকে ফিট রাখার মন্ত্রে দীক্ষিত করেছেন তিনি। প্রবীনা এই যোগগুরুর বয়স ৭৫, তবু শরীরে বার্ধক্যের মলিনতা একেবারে নেই বললেই চলে।

Advertisements
Advertisement

যোগাসন এমন একটি সুঅভ্যাস যা রপ্ত করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই বজায় থাকে। ঠিক এই কারনেই যোগ থেরাপিতে বারংবার আস্থা রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা সকলেই জানি যোগসাধনার উৎপত্তি হয়েছে এই দেশেই।

Advertisements

Advertisements
Advertisement

এই মর্মে ২১শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বৃদ্ধার ফিটনেস দেখেই বোধগম্য হয়, প্রতিটি দিনই তার কাছে যেন যোগদিবস।

দেখুন কি অনায়াসেই এরকম অত্যাশ্চর্য যোগাসনটি করেছেন, এটির নাম ধনুরাসন। হালফিল প্রজন্মের যুবসমাজের থেকে কোনো অংশে পিছিয়ে নেই এই প্রবীনের প্রতিভা।

আরও দেখুন এই ত্রিকোনাসনটি কি দক্ষতার সঙ্গে করেছেন তিনি। এরকম বহু যোগাসন প্রত্যহ পালনই সুস্বাস্থ্যের মূল মন্ত্র। আরও বহু আসন তিনি নিয়মিত করেই থাকেন, যা ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায়। আর বলাই বাহুল্য ছবিগুলি এখন ভাইরাল হয়ে ঘুরছে নেটদুনিয়ায়।

এই বয়স্কা যোগগুরুর প্রতিভা আজকের প্রজন্মের জন্য সত্যিই দৃষ্টান্তমূলক। প্রতিভায় বয়স যেন কখনো বাধা হয়ে না দাঁড়ায়।

Related Articles

Back to top button