Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর ২ – ৩ ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি এইসব জেলায়, জারি সতর্কতা

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে বর্ষা। বর্তমানে মাঝেমধ্যেই পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত। দীর্ঘকালীন গুমোট আবহাওয়া থেকে স্বস্তি দিতে চলেছে এই বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর আর ২ থেকে…

Avatar

By

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে বর্ষা। বর্তমানে মাঝেমধ্যেই পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত। দীর্ঘকালীন গুমোট আবহাওয়া থেকে স্বস্তি দিতে চলেছে এই বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর আর ২ থেকে ৩ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কলকাতা থেকে শুরু করে দুই ২৪ পরগনা, সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে।১৪ ও ১৫ জুন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আগামী তিন থেকে চার দিনের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।অন্যদিকে আজকেই বিকেলের দিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্তমানে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এ সমস্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে মেঘলা। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, এবং বিকেলের পর ক্রমশ তাপমাত্রা দাপট বাড়তে চলেছে বলে খবর। অন্যদিকে, আজকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৬৫ শতাংশ।
About Author