নিউজরাজ্য

আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার এই ৫ জেলায়, আপনার অঞ্চলে কেমন হবে বৃষ্টি? জানাচ্ছে হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

আবারো সারা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে, আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

বর্তমানে মৌসুমী অক্ষ রেখা উড়িষ্যার বালাসোর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই কারণেই এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেড়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তর দিকে চলতে শুরু করবে আর কিছুদিনের মধ্যে থেকে। তারপর থেকেই রাজস্থান থেকে বিহার পর্যন্ত পশ্চিমের যে অক্ষরেখা রয়েছে সেটার সাথে মিশবে। গুজরাট থেকে শুরু হয়ে ঝাড়খন্ড এবং ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সাথে তিনটি অক্ষরেখার থাকার কারণে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে, শুক্রবার এবং শনিবারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে সাথেই দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই।

Advertisement
Advertisement

কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। মেঘলা আকাশ এবং আদ্রতা জনিত অস্বস্তি থাকার কারণে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে শনিবার এবং রবিবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে, মধ্য ভারত দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তর প্রদেশ থেকে শুরু করে হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডিগড় এবং রাজস্থান পর্যন্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে অবস্থান করছে উত্তর ভারতে। এই কারণেই, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে এবং সংলগ্ন অঞ্চলে।

Advertisement

Related Articles

Back to top button