দেশনিউজ

বাইক চালানোর সময় এবার থেকে পড়তে হবে এই বিশেষ হেলমেট, না হলে জরিমানা

Advertisement
Advertisement

নয়াদিল্লি: বাইক চালানো নিয়ে বাইক আরোহীদের মধ্যে যেমন ফ্যাসিনেশন রয়েছে, ঠিক তেমন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ প্রাণ হারানোর মতো বহু ঘটনাও রয়েছে। এমনকি যত দিন যাচ্ছে বাইক দুর্ঘটনার বিরাম নেই, উল্টে বাড়ছে। তাই এই অপ্রীতিকর ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে হেলমেটের গুণমান নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সড়ক ও পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাইক চালকদের পথে নামতে হলে পরতে হবে এক বিশেষ হেলমেট। অন্যথায় জরিমানা হবে।

Advertisement
Advertisement

কী সেই বিশেষ হেলমেট? জানা গিয়েছে, নয়া নির্দেশিকাটিতে শুধুই ছাড় দেওয়া হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস ছাপ দেওয়া হেলমেটকে। অর্থাৎ অন্য কোনও হেলমেট পরে পথে নামা চলবে না। এই বিআইএস ছাপ দেওয়া হেলমেট পড়তে হবে সকল বাইক আরোহীকে। তা না হলেই জরিমানার কবলে পড়তে পারে যে কেউ। এর পাশাপাশি একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, দেশের কোথাও অন্য হেলমেট তৈরি বা বিক্রি করাও যাবে না।

Advertisement

সরকারি রিপোর্ট অনুযায়ী দেশে বছরে ১ কোটি ৭০ লক্ষ হেলমেট তৈরি হয়। এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে বন্ধ হয়ে যাবে অন্য সমস্ত হেলমেট উৎপাদন। বিআইএস হেলমেট ছাড়া অন্য কোনও হেলমেট তৈরি করাও যাবে না আবার বিক্রি করাও যাবে না।  ২০২১ সালের জুন মাসের মধ্যেই দেশে  অন্য সব হেলমেট  উৎপাদন বন্ধ করতে চায় কেন্দ্র। জানা গিয়েছে, এই হেলমেট ওজনে হালকা এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন। কোনও দুর্ঘটনার কবলে যদি বাইক আরোহী পড়ে, সেক্ষেত্রে এই হেলমেট তার জীবন রক্ষা করতে সক্ষম হবে বলেও জানা গিয়েছে। তাই এবার থেকে পড়তে হবে এই বিশেষ হেলমেট, না হলেই আপনার হতে পারে জরিমানা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button