Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরও ৩% ডিএ বাড়ছে! 7th Pay Commission কবে থেকে চালু বাংলায়?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবর। জুলাই মাস থেকেই তাঁদের মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) আরও ৩ শতাংশ বাড়তে চলেছে। ফলে এবার থেকে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ…

Avatar

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবর। জুলাই মাস থেকেই তাঁদের মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) আরও ৩ শতাংশ বাড়তে চলেছে। ফলে এবার থেকে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন। এআইসিপিআই (AICPI) অনুযায়ী এই বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যদিও সরকারিভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি।

এই ঘোষণার পরই ফের একবার বিতর্ক ঘনীভূত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কারণ, এখনও পর্যন্ত রাজ্যের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন, যেখানে ডিএ মাত্র ১৮ শতাংশ। সম্প্রতি ফেব্রুয়ারির বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হলেও, কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়েই চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ

ডিএ সংক্রান্ত এই অসাম্যতা ঘিরে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে রাজ্যের কর্মী মহলে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্য সরকার ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় কর্মীরা অষ্টম পে কমিশনের অপেক্ষায়, সেখানে আমরা এখনও সপ্তম কমিশনই পাইনি।”

কী বলছে কেন্দ্র?

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। জুলাই থেকে তা বেড়ে দাঁড়াবে ৫৮ শতাংশে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ রিভিশনের নিয়ম মেনে এই বৃদ্ধি হচ্ছে। সাধারণত দীপাবলির সময় জুলাইয়ের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়ে থাকে।

মলয়বাবুর দাবি, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। অর্থাৎ, এবার জুলাই মাসের ডিএ বৃদ্ধি হবে সপ্তম পে কমিশনের অধীন শেষ বৃদ্ধি। ফলে কেন্দ্রীয় কর্মীরা আগামী এক ধাপ উন্নত পে-স্কেলে প্রবেশ করতে চলেছেন।

তবে রাজ্যে কেন এই ধোঁয়াশা?

এই আবহেই প্রশ্ন উঠছে, রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন কবে চালু করবে? এখনও কোনও রূপরেখা প্রকাশ হয়নি। সরকারি কর্মীদের বেতন কাঠামো এবং ডিএ নিয়ে যে ধোঁয়াশা চলছে, তা থেকে কবে মুক্তি মিলবে?

FAQ: সাধারণ পাঁচটি প্রশ্ন ও উত্তর

১. রাজ্যে এখন ডিএ কত শতাংশ?
বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

২. কেন্দ্রীয় কর্মীদের ডিএ কত শতাংশ হচ্ছে জুলাই থেকে?
জুলাই ২০২৫ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন।

৩. পশ্চিমবঙ্গের কর্মীরা কোন পে কমিশনের আওতায়?
তাঁরা এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন।

৪. অষ্টম পে কমিশন কবে কার্যকর হবে?
জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম পে কমিশন কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।

৫. বকেয়া ডিএ কেন দেওয়া হয়নি রাজ্যে?
সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও ২৫ শতাংশ বকেয়া ডিএ পরিশোধ করেনি, যা নিয়ে কর্মীদের ক্ষোভ বাড়ছে।

About Author