নিউজরাজ্য

ট্যাবের টাকা পাওয়ার খুশিতে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, সঙ্গে জয়ধ্বনী ‘ মমতা দি আরেকবার ‘

ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জে। সেখানকার স্থানীয় রামগঞ্জ হাই স্কুলের ছাত্ররা ডিজে বাজিয়ে নাচ করেছে এবং মুখ্যমন্ত্রীর নামের জয়ধ্বনি দিয়েছে। 

Advertisement
Advertisement

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ট্যাব দেবে রাজ্য সরকার। সেইমতো এবারে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের একাউন্টে পৌঁছাতে শুরু করলো সেই ট্যাব কেনার টাকা। আর সেই টাকা পৌঁছাতে না পৌঁছাতেই আনন্দে আত্মহারা দ্বাদশের ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ছাত্র ছাত্রী এই ট্যাবের টাকা পাওয়ার আনন্দে ডিজে বাজিয়ে নাচ করছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জে। সেখানকার স্থানীয় রামগঞ্জ হাই স্কুলের ছাত্ররা ডিজে বাজিয়ে নাচ করেছে এবং মুখ্যমন্ত্রীর নামের জয়ধ্বনি দিয়েছে।

Advertisement
Advertisement

এই প্রসঙ্গে উত্তর দিনাজপুরের ডি আই নিতাই চন্দ্র দাস জানিয়েছেন, ” ঘটনার কথা শুনেছি। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে এই ট্যাব কেনার রশিদ তাদের স্কুলে জমা করতে হবে।” বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ। বিভিন্ন বেসরকারি স্কুলের অনলাইনে ক্লাস করা হচ্ছে। কিন্তু সরকারি স্কুলেও এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তবে, সরকারি স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা আর্থিক অবস্থা ভালো নয়। তবে শিক্ষক মহলের একটা অংশ মনে করছেন, রাজ্য সরকার যদি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ট্যাব প্রদান করে তাহলে অত্যন্ত সুবিধা হবে।

Advertisement

কিন্তু তার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল এই মজার ঘটনা। ট্যাবের টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নামে উঠল জয়ধ্বনি। সঙ্গে বাজলো জোর কদমে মিউজিক। লাউড মিউজিকের সঙ্গে ছিল ” মমতাদি আরেকবার ” গানটি। একজনকে বলতে দেখা গেল, মমতাদি ট্যাব কেনার জন্য টাকা দিয়েছে, আর এরা তার জন্য ডিজে বার করেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রীর ব্যাংক একাউন্টে ১০,০০০ টাকা করে চলে গেছে। আর তার জন্যই হচ্ছে নাচ। নেটদুনিয়ায় বর্তমানে এই ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে। অনেকের মতামত এ টাকার মাধ্যমে ট্যাব কিনলে অনেকে পড়াশোনায় সুবিধা পাবে। তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এই ভিডিওর মতো ঘটনা যদি আরো হতে থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button