নিউজরাজ্য

এবার বাড়ি বসেই পাওয়া যাবে মদের হোম ডেলিভারি, তবে মানতে হবে এই শর্ত

×
Advertisement

মদের হোম ডেলিভারিতে এবার ছাড়পত্র মিলল রাজ্য সরকারের তরফ থেকে। সূত্রের খবর, মদের দোকানে গ্রাহকেরা ভিড় বাড়িয়ে মদ কিনতে যাচ্ছেন। আর ভিড় করার ফলে সোশ্যাল ডিসট্যান্সকে অমান্য করা হচ্ছে। তার জন্য রাজ্য সরকার এবার গ্রাহকদের মদ কিনতে হোম ডেলিভারির উপর ছাড়পত্র দিয়েছে। বুধবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহক মদ কিনবেন তাঁদের বয়স অন্তত ২১ বছর হতে হবে। State Beverage Corporation ওয়েবসাইটে গিয়ে তাঁরা অনলাইনে মদের হোম ডেলিভারির অর্ডার করতে পারবেন।

Advertisements
Advertisement

তবে সেক্ষেত্রে টাকার পরিমাণ বাড়বে কিনা সে সম্পর্কে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। গ্রাহকেরা কয়েকটি তথ্যের মাধ্যমে বাড়িতেই পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে মদ। বাড়ির ঠিকানা, মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য দিতে হবে অনলাইনে মদের অর্ডার করতে। তাই এবার সামাজিক দূরত্বকে প্রাধান্য দিতে রাজ্য সরকার মদের হোম ডেলিভারিতে অনুমতি দিয়েছে। তার ফলে মদের দোকানগুলিতে ভিড় হবে না। প্রশাসনের তরফে সামাজিক দূরত্বও পালন করা হবে।

Advertisements

রাজ্যের যুগ্ম সচিব সুস্মিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, সারা রাজ্যে সোমবার থেকে ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রাজ্যের সমস্ত অফশপ, অনশপ ও হোটেল কতৃপক্ষের তরফে এমনই হিসেব পাওয়া গিয়েছে। যদিও অফশপে মদ বিক্রির পরিমাণ সবথেকে বেশি। প্রায় ৭০ শতাংশ মদ অফশপ থেকেই বিক্রি হয়েছে। গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে মদের দোকান খুললেও কনটেইনমেন্ট অঞ্চলে মদের দোকান খোলার ছাড়পত্র মেলেনি সরকারের তরফ থেকে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button